আমাদের কথা খুঁজে নিন

   

এলো প্রতারনার এক নতুন যুগ এদেশে .....

জীবন একটাই, সবাই সাফল্য পাক। মহাখালীর অফিসে যেতে প্রায়ই চোখে পড়ে দুটি বিজ্ঞাপন। প্রথমটি হাইওয়ে প্যালেস, আর ২য়টি ওয়েসিস হোটেলের। ওদের অফারগুলি দেখুন-- ১। হাইওয়ে প্যালেস: ২০লক্ষ টাকায় ১২০০ স্কয়ার ফিটের ফ্লাট।

২। ওয়েসিস: ১ লক্ষ টাকায় হোটেলের মালিকানা, ৩ দিন + ২ রাত থাকা। সেলফ ইন্টারেস্ট থেকেই চোখ রাখা শুরু করি। কয়েকদিন আগে দেখলাম এক ব্লগার লিখেছেন হাইওয়ে প্যালেসের বাড়িগুলো নাকি হবে হাইওয়ের ঠিক মাথার উপরে!!! বাড়ীর নিচে হাইওয়ে! অনুমোদন/মালিকানা তো দুরের কথা আইডিয়াটাই ব্লগারের কাছে পাগলামী বা ছাগলামী মনে হয়েছে। আমারও তাই।

যেনো ডেসটিনির পরের জায়গায় গাছ লাগানো!! ওয়েসিস নিয়ে আজকে দেখলাম প্রথম আলোর প্রতিবেদন, ওয়েসিস হোটেল থেকে সাবধান "১৪ তলা ভবন নির্মাণে নকশার অনুমোদন নেই, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, জমির মালিকানা বিষয়ে ভূমি অফিসের প্রত্যয়ন বা ছাড়পত্র নেই। তার পরও কক্সবাজার সমুদ্রসৈকতের বিরোধপূর্ণ এবং প্রতিবেশ সংকটাপন্ন জমিতে পাঁচতারকা হোটেল নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে ওয়েসিস হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। " এইসব প্রতারকদের খপ্পরে পড়ছি কিন্তু আমরা সাধারন মানুষ। শেয়ার বাজারের পর শুরু হয়েছে এইসব নতুন বাটপারদের আগমন! ডেসটিনির অভিনব স্কীমের ন্যায় এদের স্কীমগুলাও বড়োই অদ্ভুত। বাসের এক যাত্রী এনিয়ে কথা বলায় তাকে বল্লাম, ভাই এসবে বিশ্বাস করে ঠকবেন।

কিন্তু দেখলাম তিনি মনে করেন (কোনো তথ্য উপাত্ত ছাড়াই) এগুলি সম্ভব হতেও পারে। হায়রে নিরীহ মানুষ, ঘরে এক লাখ টাকা জমলেই তা কামড়াতে শুরু করে!!! টাকাটা শেষে যায় শেয়ার বাজার, ডেসটিনি বা ইউনিপে দের পকেটে!! প্রশ্ন হচ্ছে, এদেরকে ঠেকানোর জন্য সরকারের কি কিছুই করার নেই। এইধরনের সন্দেহজনক অ্যাড দেওয়ার আগে সবধরনের ছাড়পত্র নেয়া কি বাধ্যতামূলক করা যায় না? আপনারা বলবেন যে, তা কি এই প্রতারকরা নিতে পারবে না? আমি বলি, হয়তো পারবে কিন্তু তাতে সরকারের একটা জবাবদিহিতা আসবে এবং এধরনের প্রতারকরাও সংখ্যায় কমবে। পরিশেষে বলবো, এইসব প্রতারনা এক সময় চলতো গুলিস্তানে (যেমন, ষান্ডার তেল ), গোপনে, সীমিত পরিসরে। এখন ঐসব তেল বিক্রেতারা যেন ছড়িয়ে পড়েছে জাতীয় পর্যায়ে।

দেশ এগিয়ে যাচ্ছে............. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।