আমাদের কথা খুঁজে নিন

   

বিকাল-বেলায়.........

সময়টা বিকেল, হবে ৩.৪০ বা ৩.৫০ অনেকক্ষণ বন্ধুদের সাথে আড্ডা মারলাম, তবুও হঠাৎ কেমন যেন একটু মনে হল। কোন ইচ্ছা ছিল না ট্রেন এর ইঞ্জিন এ করে আসার তাও আবার ইঞ্জিন এর সামনে বসে। কিন্তু বন্ধু তো মানা করা যায় না, ততক্ষনে আবার ইঞ্জিন এর সামনাটাও ফিল-আপ হয়ে গেছে। যাই হোক সেই বন্ধুরাই আবার বসার জায়গা করে দিল। ট্রেন এর হুইসেল, ট্রেন চলা শুরু করল, আমার বার বার মনে হচ্ছে কি যেন একটা ফেলে আসছি, কি যেন মিস করছি, কি যেন আমি রেখে আসছি।

ঠিক তখনি বুজতে পারিনি আসলে কি সেটা। ট্রেন এর গতি বাড়ছে, তার সাথে সাথে আমার চিন্তার গতি, তার ও সাথে সাথে মন থেকে বার বার ভেসে আসছে কি যেন মিস করছি। খোলা হাওয়ার ঝাপটা লাগছে মুখে , আজ ট্রেন টাও মনে হয় খুব দ্রুত যাচ্ছে!!! কিছুক্ষন দাঁড়ালো আবার ছুটে চলা, জীবনের গতি পথের মত শুধুই ছুটে চলা। ট্রেন এর তালে তালে, হাওয়ার ঝাপটায় কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম, কিন্তু মন বাদ সাধল। কি একটা যেন চিন্তা করছে সে, মনে হয় না আজকে এর একটা বিহিত না করে ছাড়বে।

মন টাকে একটু নিজের মত করে ভাবতে দিলাম, চোখগুলোকে দূরে দৃষ্টি দিলাম, দুরের পাখি গুলো মনে হয় আজ ছুটি পেয়েছে সবাই এক সাথে কোথায় যেন যাচ্ছে। ওদের বুঝি বন্ধ আজকে থেকে???? আচ্ছা এই পাখি গুলা কি এদের সবাই কে মিস করে ????? হয়ত হাঁ ,হয়ত না। আমি যদি পাখি হতাম তাহলে হয়ত করতাম। আমার এই পক্ষি অবলোকনের মাঝে মনটা সমাধান বের করে ফেলসে, আমি........আমি আমার বন্ধুদের মিস করতে যাচ্ছি, আমার কাম্পাস টাকে মিস করতে যাচ্ছি। কিন্তু কেন এই ক্যাম্পাসটাকে মিস করার কি আছে????? সারা বছরত এইটা বন্ধই থাকে।

আজ শিবির- লীগ মারামারি, তো কাল লীগ- লীগ মারামারি। তাই এই কাম্পাস টাকে মিস করার কি আছে। আছে ,আছে ...........। মিস করব..........মিস করব কাটা - পাহাড়টাকে, মামার দোকানটাকে , ক্যান্টিনে চা এর টেবিল এ উঠা গানের আসরটাকে, বগি পিটাই- পিটাই গান গাওয়াটাকে। এগুলা যেন জীবনের সাথে একদম মিশে গেছে, হয়ত আমি একটু আবেগপ্রবন।

অন্যরা হয়ত কম। তাই হয়ত আমার তাই মনে হয়। থাক মনঃটাকেই বুঝ দেই। এইত মাত্র কয়টা দিন তারপর তো আবার শুরু সেই মুখরিত জীবনের পথ চলা। মাত্র তো ৩০ দিন।

বিশ্ববিদ্যালয় শাটলটা না হয় ততদিন অপেক্ষা করবে, তবে মনে ভয় হয় আবার মারামারি করে বন্ধ করে দিবে না তো কাম্পাসটা??????????? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩০ দিনের গ্রীষ্মকালীন ছুটি শুরু আজ থেকে। ভাল থাকবেন সবাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।