আমাদের কথা খুঁজে নিন

   

আয় !আয় যাবি !আয় ! স্মার্ট হতে আয় !

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি এই কই যাস । জাহান্নামে যাই এতো কথা কস কে গেলেই দেখতে পাবি কই যাই ! গেলে আয় না গেলে খিচ খাইয়া থাক । মন্টু এই কথা শুনে আমারে কইলো দেহি কই যাস আমিও যামু । আমি কইলাম চল । তারপর হেরে লইয়াই গেলাম নাইচ্চা নামের ইয়াবা বিক্রেতার কাছে ।

যাওয়ার লগে লগে নাইচ্চা মামা কয় আমারে ,নতুন চালান আইচে মাল আগের চেয়ে ভালা । মন্টু অবাক হইয়া তাকাইলো আমার দিকে দোস্ত তুই এগুলা খাস । এই কথা হুইন্না নাইচ্চা মামা হাসতে হাসতে আমারে কইলো কি মামা কি মার্কা মারা খেত পুলাপাইন লইয়া আইছো । অহন পর্যন্ত বাবাই টেস্ট করে নাই । হের পুরা লাইফটা দেখি হুদাহুদি গেলো ।

মাইয়ারা পর্যন্ত ইয়াবা খায় আর হালায় দেহি একটা বুকচুদ !মন্টুর মাইন্ডে কথাটা খুব লাগলো । মন্টু আমারে কইলো কই নিয়া আইছস বান্দীর পোলা । আমি কইলাম তরে আইতে কইছে কোন হালায় তুই না আমার লগে আইলি। নাইচ্চা মামা এর পর মন্টুরে ডাক দিয়া কইলো মামা দুইশো টাকা দেও আর একটা ইয়াবা খাইয়া দেখ দেখবা খালি মজা আর মজা মাইয়ারা খায় আর তুমি অহনো স্মার্ট হইতে পারলা না ! আমার এগুলো শুনার টাইম নাই । নেশায় টান দিছে ।

একটা ইয়াবা লইয়া । দুই টাকার নোট প্যাচায়া । ফয়েলের নিচে মোম ধইরা উরাইতে থাকলাম একমনে ধোয়া । এরপর দেখি মন্টু আগ্রহী হইলো হেয় মনে হয় স্মার্ট হইতে চায় । কইলো দে দোস্ত ইয়াবায় একটা টান দেই ।

কইয়া হেয় টান দিতে শুরু করলো । একবছর পর মন্টু এখন এলাকার সবচেয়ে বড় বাবা বিক্রেতা । আর আমি টেকা যোগাইতে আগের মতোই করি চুরি ছিনতাই ! এই অন্ধকার জগতে যে একবার ঢুকবো মৃত্যুর আগে তার ছাড়ন নাই । যতই রিহ্যাবে যাও আর যেনই যাও অন্ধকার তুমারে ডাকবই । ইয়াবা নেশাখোর বানাতে পারে কিন্তু কখনো স্মার্ট বানাতে পারে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।