আমাদের কথা খুঁজে নিন

   

হতে চাই যোগ্য উত্তরসুরী

নাজমুল ইসলাম মকবুল হতে চাই যোগ্য উত্তরসুরী নাজমুল ইসলাম মকবুল সেই নব্বইয়ের দশক। কবিতা ছড়া লেখতাম। বিভিন্ন পত্র পত্রিকা লিটল ম্যাগ স্মরণিকা ছোট কাগজ ইত্যাদিতে লেখা পাঠাতাম ডাকযোগে। কাছে পেলে হাতে হাতে। অনেকগুলিরই হতো প্রকাশনা অনুষ্ঠান।

আবার কোথাও কোথাও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস উপলে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিংহভাগ অনুষ্ঠানেই অতিথি হিসেবে যার নাম দেখতাম সেই মহান ব্যক্তিত্ব হচ্ছেন শেকড় সন্ধানী লেখক গবেষক সৈয়দ মোস্তফা কামাল। তখন ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপপরিচালক। ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য আবেদন করলে ইসলামিক ফাউন্ডেশনের তরফ থেকে বিজয়ীদের মধ্যে শুধু পুরস্কার দেবার জন্য বই দেবার ব্যবস্থাই করে ান্ত হতেন না দাওয়াত কবুল করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যথাসময়েই এসে হাজির হয়ে উৎসাহ যোগাতেন আয়োজকসহ সকলকে। বেশিরভাগ সময়ে দেখতাম কালো পোষাক পরেই আসতেন।

তবে মাথায় সবসময় ক্যাপ থাকতো। সে সময়ও ঠিক এখনকার মতো সফেদ দাড়িতে ভরাট ছিলো মুখমন্ডল। আগাগোড়া বক্তব্য শুনতাম তন্ময় হয়ে। আবেগাপ্লুত হয়ে। বক্তব্য যেমন তাত্ত্বিক কণ্ঠও তেমন সুমিষ্ঠ।

তাঁর যে অগাধ জ্ঞান ও সুমিষ্ট কন্ঠস্বর আমার মনে হয় মাওলানা সাহেবদের মতো ওয়াজ বা বয়ান এর জগতে যদি বিচরণ করতেন তাহলে সিরিয়াল পাওয়া দুষ্কর হতো। অগাধ টাকা পয়সার মালিক হতে পারতেন রাতারাতি। দরবেশের মতো সুন্দর ও মায়াবী চেহারার অধিকারী হওয়ায় আমি ভাবি যদি আধ্যাত্মিক জগতে ডুব দিতেন ও মুরিদ করা শুরু করতেন তবে হয়তো পেতেন ল ল মুরীদান। খেদমতের এবং নজর নিয়াজেরও অভাব হতোনা। ছোট কিশোর ছিলাম।

কিন্তু তাঁর বক্তব্য শুনলে ঘোর লেগে যেতো। ইসলামিক ফাউন্ডেশনের সুন্দর সুন্দর বই নিজ হাতে তুলে দিতেন বিজয়ীদের হাতে। বিভিন্ন অনুষ্ঠানে আমিও অনেকগুলি পুরস্কার পাবার সৌভাগ্য হয়েছে। সেই তখন থেকেই সৈয়দ মোস্তফা কামালকে চিনি ও জানি। শেখার উদ্যেশ্য নিয়ে যেসব মনীষিদের লেখা গভীর মনোযোগের সাথে আমি নিজে পড়ি তাদের মধ্যে সৈয়দ মোস্তফা কামাল প্রথম কাতারে।

শুধু গবেষনা অনুসন্ধান বা তাত্ত্বিক বিষয়ই নয়, লেখার ধরন, ভাষার ব্যবহার, শব্দের মাধুর্যতা, আরবী, ফার্সী, উর্দু শব্দ ও শের এর ব্যবহার শেখার জন্য বার বার তাঁর লেখার দারস্থ হতে হয় আমাকে। সৈয়দ মোস্তফা কামাল সাহেব একজন জবরদস্ত কবি তা আমার অজানাই ছিল। দৈনিক সিলেটের ডাকসহ বিভিন্ন পত্র পত্রিকায় কয়েকটি কবিতা পড়ে সত্যিই অবিভুত হয়ে গেলাম আমি। তাঁর শব্দের গাঁথুনি যেন শীষাঢালা প্রাচীরের মতোই মনে হয় আমার কাছে। আমি ওইসব কবিতা ছড়া পড়ে সেভাবে লেখা শেখার চেষ্টা সাধনাও চালিয়ে যাচ্ছি।

জানিনা আমি অধমের পে কতোটুকু সফল হওয়া সম্ভব হবে। বর্তমানে সিলেটে আমাদের মুরব্বীদের মধ্যে যারা আছেন সৈয়দ মোস্তফা কামাল প্রথম কাতারেরই একজন। গত বছর সিলেটে বাংলা ভাষায় দেশে বিদেশে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করলাম। জাপানে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা করছেন এমন একজনকে দাওয়াতও দিলাম। কিন্তু সে বিষয়ের উপর তাত্ত্বিক আলোচনা শুনার জন্য কাকে দাওয়াত করা যায় সে অনুসন্ধান শুরু করতেই যার নামটি প্রথমেই আমাদের মধ্যে দোলা দিল তিনি হলেন সৈয়দ মোস্তফা কামাল।

সাপ্তাহিক আমাদের সিলেট সম্পাদক ডা: মিফতাহুল হোসেন সুইট ও আমি দুজন মিলে সোজা তাঁর উপশহরস্থ বাসভবনে চলে গেলাম এক চমৎকার সন্ধ্যায়। বয়স হয়েছে। চোখে আর আগের মতো দেখার সাধ্য থাকার কথা নয়। কানেও আর আগের মতো শুনার মতা থাকেনি। পরিচয় দিতেই জড়িয়ে ধরলেন।

বললেন তুমি যে দৈনিক আমার দেশ পত্রিকায় আর্টিকেল লেখো তা আমি নিয়মিত পড়ি। আমার ভালো লাগে। প্রথম শ্রেণীর এবং পাঠক নন্দিত একটি জাতিয় পত্রিকার উপ সম্পাদকীয়তে সুযোগ পাওয়া কিন্তু চাট্টিখানি কথা নয়। সাহস করে নিয়মিত লিখে যাও। ভয় পেয়োনা।

আমরা যখন সরকারী চাকরী করতাম তখনও লিখতাম। চাকরী যাবার ভয় করতাম না। অবাক বিস্ময়ে কথাগুলি শুনলাম। লেখালেখিতে উৎসাহ বেড়ে গেল কয়েকগুণ। আমাদেরকে একান্তে শুনালেন অনেক তাত্ত্বিক কথা।

ফেরার পথে বললেন, আমার লাইব্রেরী দেখে যাও। আমাদের নিয়ে বসালেন ব্যক্তিগত লাইব্রেরীতে। খুটিয়ে খুটিয়ে দেখালেন লাইব্রেরীর বইগুলি। বিশেষ করে নিজের লেখা বইগুলি। গভীর মনোযোগের সাথে দেখলাম তার বসে বসে লেখার ও গবেষনার স্থানটি।

দুজনকে উপহার দিলেন নিজের লেখা দুটি বই। নিজ হাতে লিখে দিলেন শুভেচ্ছার নিদর্শন স্বরূপ। বললেন, এভাবে নিজে বই লিখে নিজ হাতে উপহার দিয়ে শান্তি পাই। আমরাও শান্তি পেলাম দেশবরেণ্য গবেষককে একান্তে পেয়ে। মনটা শীতল হয়ে গেল।

নব্বইয়ের দশকে ‘‘হারিয়ে যাচ্ছে আমাদের গ্রামীণ ঐতিহ্যের নৌকা বাইচ’’ শিরোনামে একটি লেখা লেখছিলাম। বিভিন্ন পত্র পত্রিকা ও ম্যাগাজিনে ছাঁপাও হয়েছিল। পরবর্তীতে একটি ম্যাগাজিনে দেখি সৈয়দ মোস্তফা কামাল সাহেবের আলোচনা। যাতে আমার লেখাটিরও আলোচনা করতে ভুল করেননি। আমার মতো ছোট এক কিশোরের লেখা নিয়ে দেশ বরেণ্য একজন গবেষক আলোচনা করায় মনটা ভরে গেল আনন্দে।

উৎসাহ বেড়ে গেল লেখালেখিতে। ১৯৯৬ সালে সিলেট লেখক ফোরামের উদ্যোগে সিলেটের তিনজন সমসাময়িক গুণী ব্যক্তিত্ব নিয়ে একটি চমৎকার স্মারক গ্রন্থ সম্পাদনা করলাম। স্মারকের একটি কপির ভেতরের পাতার উপরের কোণে স্মারকটি সম্পর্কে আলোচনা করার অনুরোধ লিখে তাঁর আড্ডাস্থল কুদরত উল্লাহ মার্কেটের একটি দোকানে রেখে দেবার কয়েকদিন পর সিলেটের ডাক পত্রিকার সাহিত্য পাতায় দেখি বইয়ের প্রচ্ছদসহ আলোচনা। আর সেই আলোচনাটি লিখেছেন আমাদেরই আপনজন সৈয়দ মোস্তফা কামাল। এমন একটি বই সম্পাদনা করতে পেরে খুশিতে মনটা ভরে গেল।

আদায় করলাম মহান আল্লাহ পাক রাব্বুল আল-আমীনের শুকরিয়া। আমি নিজে শুধু সৈয়দ মোস্তফা কামাল সাহেবের একজন একনিষ্ঠ ভক্তই নয় হতে চাই যোগ্য উত্তরসুরীও। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।