যতটুকুন ডুব দিলে,
সাগর তলের মুক্তো আনা যায়।
ততটুকুন ডুব দিয়ে,
তোমার হৃদয় ছুঁতে চাই।
হাত বাড়িয়ে চাই না ছুঁতে,
মন বাড়িয়ে চাই।
সিক্ত হবো দুজনাতে,
শ্রাবনদিনের নতুন বরশায়।
ভালবাসতে চাইগো সখি;ভালবাসতে চাই,
হাত বাড়িয়ে চাইনা ছুঁতে;
মন বাড়িয়ে চাই।
যতটুকুন সাধনাতে খোদা পাওয়া যায়,
ততটুকুন ভালবাসাতে তোমাকে চাই।
তুমি আমার হাতের কাছের ঘাসফুল নও।
কালো গোলাপ হয়ে ফুটে আছো আমার মন আঙ্গীনায়।
নিজের করে চাইগো বন্ধু,
প্রাণের মাঝে চাই।
হাত বাড়িয়ে চাইনা ছুঁতে,
মন বাড়িয়ে চাই।
স্বর্ণকে যতটুকুন পুড়িয়ে,
পরিশুদ্ধ করা যায়।
নিজেকে ততটুকুন পুড়িয়ে,
পরিশুদ্ধ হতে চাই।
তুমি আমার তির্থস্থান,
মিশতে চাই তোমায় পরিশুদ্ধতায়।
ব্যাথাতে কভু কাঁদতে দেবোনা তোমায়,
জড়িয়ে রাখবো সর্বদা আমার ভালবাসায়।
নিজের মাঝে জড়াতে চাই,
প্রাণের মাঝে লুকাতে চাই।
হাত বাড়িয়ে চাই না ছুঁতে,
মন বাড়িয়ে চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।