সব ক'টা জানালা খুলে দাওনা-ওরা আসবে চুপিচুপি-যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সম্পর্কের অনাচারে অর্জিত কষ্ট, অনাচারের দায়বদ্ধতায় আবিষ্ট আমি, নষ্ট পৃথ্বির এই মোহজালে, কাব্য প্রতিভার এ উন্মেষ। জন্মাবধি স্বপ্নাকুল মন, কষ্টের বারতায় ধুয়ে মুছে গেছে সব, পেয়েছিলাম তোমায়,বিধৌত শাদা আত্মায়, সকালের শুকতারা'র মতো উদিত হয়েছিলে , মোর আকাশে, হৃদয়ের কোঠরে, সব আজ স্মৃতি আর স্মৃতির দীর্ঘশ্বাস। চলে যাওয়া মানে নাকি-প্রস্হান নয়, কে বলেছিলো এ পাগলাটে কথা? চলে যাওয়া মানে আমার কাছে, বিলীন হয়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া এক ধূষর জীবন। চলে গিয়ে মনে হয় খারাপ করোনি- না হলে হয়তো আমার নিত্য প্রাণের টানে, একঘেঁয়ে হয়ে যেত তোমার ধরণী, পূরণ হতোনা তুমুল বৈচিত্র্যময়তার সাধ। ভালই করেছো, গিয়ে। দিয়ে মোরে অসীম স্বাধীনতা, কোন প্রেম আর বাধা হয়ে দাঁড়াবেনা, কোন মায়ামুখ চোখের সামনে ভাসবেনা, এসে বলবেনা,কি করছো তুমি? এসব নিয়েই থাকো তুমি, আমাকে পাবেনা। আমি নিষ্প্রাণ, আমি সকরুণ, আমি ঘৃণিত, আমি স্বাধীন, আমি নির্বাক, আমি পরাধীন(আামার স্বপ্নের কাছে)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।