আমাদের কথা খুঁজে নিন

   

এক বিকেলে

স্বপ্নের ক্যানভাসে এবার একটা প্রজাপতি কিংবা রংধনু চাই অনেক অনেক মন্থর বিকেল ফুরিয়ে অবশেষে আত্মহারা হবার এক বিকেল সেই বিকেলের ভাজে ভাজে লুকিয়ে থাকা রোদ আর দিনের খামের পরতে লুকিয়ে থাকা ঘূর্ণি ভালবাসার ... ওকে,তাকে,তাদের আর সবাইকে ফাঁকি দিয়ে চেয়ে থাকা অবিরাম , নাকি ডুবে যাওয়া অতল ... মখমল ঘাসে পা ডুবিয়ে বসে থাকা পাশাপাশি পার্কের কোনার গাছ বেয়ে ওঠা এক কাঠবিড়ালির গোল্লাছুটে আটকে যাওয়া চোখ নির্বাক এক দুই তিন অনেক অনেকক্ষণ, আজ না হয় নোনাজলেই ভিজে থাক গাল পুড়ে পুড়ে শেষ হওয়া নিকোটিন বিষে ক্ষয়ে যাক মুঠো ভরা অভিমান, আমাদের গা ছুঁয়ে সিরসিরে হাওয়ায় ইউক্যালিপটাসের ঝিরঝিরে পাতায় ভর করে নেমে আসুক সন্ধ্যাতারা। আইসক্রিম গাড়ির টুংটাং ঘণ্টির মত বেজে উঠুক শত শত হৃদয় ঘণ্টী, অফুরান একবুক সুবাস নিয়ে বিনিদ্র কয়েক রাতের অভিমান ফুঁড়ে ফুটে উঠুক রক্ত গোলাপ। অবশেষে সন্ধ্যার মূর্ছনায় মুছে যায় বিকেলের তাজা ঘ্রাণ, হাতে হাত রেখে মুখোমুখি কথার ফুলঝুরি , উঠি উঠি করে ফিরে যাবার এই ক্ষণ হত যদি দীর্ঘ আরও কিছুক্ষন ......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।