প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। শাফিক আফতাব---------------
কারো কাছে যায়নি
যার যেটুকু ক্ষমতার বড়াই করলে,
দেখালে, নির্বাহী ব্যক্তির ক্ষমতা কাবে বলে ?
কলমের খোঁচায় উত্তর মেরু দক্ষিণ হয়ে যায় ;
আর দক্ষিণ মেরু উত্তর
মৃত লোক জিন্দা হয়, আর জিন্দা লোকের নির্ঘাত মৃত্যু,
তোমাদের কলমের খোঁচায় নিত্য নৈমিত্তিক জীবন যাপিত হয় আমাদের।
কলমের মর্জিতে আমাদের ভাগ্য নির্ধারিত হয়
এমনকি ঈদের দামী পোশাকও কলমের খোঁচারই অবদান বলতে হবে।
আমরা কলমের খোঁচা চাই না আর
আমাদের লাঙলের খোঁচায় ফলা তুলে ফলে ওঠে ধান, গম আর পাট।
তবু আমরা কারো কাছে যাই না
কলমের খোঁচা বড় ভয়ঙ্কর
আমাদের লাঙলের খোঁচায় মৃত্তিকার গভীর থেকে তুলে আনি শস্যদানা
তাই তোমাদের জীবন যাপনের এক মাত্র পন্থা হয়
অথচ আমাদের গায়ের ঘাম তোমাদের আয়েশের রসালো শব্দ হয়
আমাদের শ্রম তোমাদের প্রেমের পশরা হয়
আমাদের অধিকার তোমাদের কামনার অস্ত্র হয়
হায় কলম, আধুনিক শিক্ষার কলম
স্মাট শিক্ষিত মানুষের শানিত কলম
কেনো তুমি এতো বেপরোয়া, কামুক, বিলাসি আয়েশী
কেনো তুমি হরণ করো প্রান্তিক তৃণমূলের ডালভাতের সামান্য বিল
তুমি শান্ত হও হে প্রযুক্তিবিদ্যার ধারালো কলম
মিথ্যা, ঘুষ আর দুর্নীতিগ্রস্ত হাতের আঙ্গুল তুমি অবস করে দাও
তুমি ক্ষমতার অপব্যবহারকারীহাত গুড়িয়েঁ দাও, নুলো করে দাও
দিয়ে এসো আমাদের শানিত ফলায়
এসো সাদা ধবধবে কাগজে লেখার চেয়ে আমরা মৃত্তিকার গায়ে লিখি লাঙলের গান
আমরা ফলাই মাটির সন্তান
কলম তুমি আমার ভাগ্য লিখো না আর
লাঙলের ফলায় আমি নিজের ভাগ্য এখন নিজেই লিখবো।
২৩.০৬.২০১৩ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।