আমাদের কথা খুঁজে নিন

   

কত বোকা ছেলে

একজন নির্বোধের বয়ান সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছি আমি। তখনকার একদিনের বিকেল। কি এক কারণে যেন সমবয়সী এক ছেলে আমার পিঠে এক কিল (ঘুষি) মেরে বসে। বিশ্বাস করেন প্রচন্ড জোরে মেরেছিলো। কাঁদতে কাঁদতে বাসায় ফিরে এসে মাকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না।

বাসা থেকে একটু দূরে বসে আমার মা আপন মনে সাংসারিক কোনো একটা কাজ করছিলেন। আমি পিছন থেকে গিয়ে আম্মার পিঠ ঘেষে দাঁড়ালাম। আর তখনই আমার গায়ের সব শক্তি দিয়ে আম্মার পিঠে এক কিল মারলাম (মুঠি পাকানো ঘুষি)। আম্মা ব্যথায় কেঁকিয়ে উঠলেন। অবাক হয়ে আমাকে বললেন- কি হল, এত জোরে মারলি কেন? আমি কেঁদে কেঁদে বললাম- আমাকে এই রকম জোরে পিঠে কিল মেরেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।