আমাদের কথা খুঁজে নিন

   

শুভ এবং অশুভ - A Sonnet

নামটা মনে রাখবেন হয়তো আজ মোর শুভ সূচনা হলো নয়তো অশুভতে জর্জরিত জীবনে আজিকে নব প্রান্তর দ্বার খুলে গেলো। সর্বদাই হচ্ছিলো, হচ্ছে, হবে ক্ষণে ক্ষণে তাই হবে, যা চাই না আমি মনে মনে। না হোক শুভ, কিইবা ক্ষতি তুমি বলো এই শুভ আমি খুঁজবো কার চরণে অশুভের ছোলবেই আখিঁ টলোমলো। কিইবা করতে পারি আমি সুখতরে ভালোবাসার অপেক্ষায় যে আমি একা। পেতাম যদি সজ্জিত প্রেম থরে থরে! যদি পাই; তো হবে সুখের সাথে দেখা। কী লাভই বা হবে পেলে তা তার পরে? অশুভ মুছে হবে শুভের রেখা আঁকা! ১৭-০৩-০৯ সন্ধি মুহিদ #জীবনের প্রথম সনেট মাইকেল মধুসূদন দত্তের 'কপোতাক্ষ নদ' পড়ার পর ৪৫ মিনিট সময় ব্যায় করে এটা লেখা! ওই ক্লাস নাইন টেনে থাকতে যে কবিতা গুলো লিখেছি , সবই অষ্টাদশ শতকের মডেলে! :p

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।