আমাদের কথা খুঁজে নিন

   

ধর্‌ ভাই মায়ের হাতটা ধর্‌

সত্যের পথেয় মুক্তি রয়েছে খুজে দেখ হে পথিক আজকে মনটা খুব খারাব কিচ্ছু ভাল লাগছেনা কি করবো বুঝতে পারতেছিনা ।আমার অনেক আশা ছিল দেশের জন্য কিছু করার দেশের মানুষের জন্য কিছু করার ,কিন্তু এখন দেখতেছি কিছুই করতে পারবনা ।আসলে বুঝতে পারতেছিনা আমি কি বোকা নাকি দেশের মানুষ সব কিছু বুঝে ও না বুঝার ভান করে বোকা সেজে আছে ।দিনের পর দিন আমাদের দেশের মানুষদেরকে বোকা বানিয়ে তাদের বিশ্বাস নিয়ে খেলা করছে কিছু নামধারি মুসলমান ও জনগনের সেবক নামে পরিচিত ,তাদের যেভাবে ইচ্ছা দেশকে নিজের মালিকানা মনে করে অপব্যবহার করছে, কেন? দেশটা কি তাদের একার তাদের টাকায় কি দেশ চালানো হচ্ছে ?আজকে তারা নিজেদের মধ্যে হিংসা প্রতিহিংসা চালিয়ে দেশকে পাতালপুরিতে নি্যে যাওয়ার ব্যবস্তা করছে,কিছু বলতে গেলে বাক স্বাধীনতা কেড়ে নেও্য়া হয় কেন?আজকে স্বাধীনতা বলে জোড় গলায় আওয়াজ দিয়ে নিজেরাই মানুষদের পরাধিনতার শিকল পড়াচ্ছে ।আমরা কি পারবনা সেই পরাধিনতার শিকল ভেঙ্গে ফিরে আসতে ,কেউ কি আবার সাড়া দিবেনা স্বাধীনতার শ্লোগাণে ,আজকে তারা এই বাংলার মানুষকে যেভাবে পারে খেলাচ্ছে ,চোখের সামনে সত্যি ঘটনাকে অস্বীকার করছে ।আজকে রেশমার ঘটনাটাই যাছাই করুন ,কি করতে পারেনা তারা আজকে সংসদ কে তারা দেশ পরিচালনার কাজে ব্যবহার করছে নাকি দলের ক্ষমতার জন্য সংসদ পরিচালিত হচ্ছে ,যে যা পারে একে অপরের ঝাল মেটাচ্ছে ।ধর্‌ ভাই মায়ের হাতটা ধর্‌ ,দেখ তোমার পানেই চেয়ে আছে চাতক পাখি হয়ে ,ফিরিয়ে দিওনা মাকে ভাই একটু দয়া কর,ধর ভাই মায়ের হাতটা ধর ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।