সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! শহর ছেড়ে অনেক দূরে ছোট্ট ছেলে নির্বাসনে নির্বাসনে বন লাগেকি? তবুতো সে গভীর বনে! আর পৃথিবীর ওপার থেকে একটা মেয়ে ডাকে যদি দোয়ার খোলা প্রতিক্ষা তার ফেনার মত কাঁপছে মনে। শহর ছেড়ে সেই ছেলেটা কেন গভীর বনে যায় একলা থাকে একলা ঘরে জানালার ঐ পানে চায় গভীর বনে একলা ঘোরে অপেক্ষা তার আপন নদী প্রেমের হেমে ছেলেটি তো কবিতাকেই কাছে পায়! অলিখিত যত কিছু সব কিছু তার হাতের কাছে বসন্ত আর পাতা ঝরা বিষ মনে হয় রাতের কাছে শুন্য ঘরে চেয়ে থাকা পুড়তে থাকে চিতার মত এসব কিছু লুকিয়ে রাখা,কেউ যদি পায় টের পাছে! লুকিয়ে রাখে গানের ভেতর বসন্ত আর ব্যর্থ নদী নীল পাথরের উপর যে জল পড়ছে গলে নিরবধি বুকের ভেতর কষ্ট নিয়ে ভাবছে তখন মেয়েটিকে ওপার থেকে সবাই ডাকে, ইশ মেয়েটি ডাকতো যদি! গভীর বনে পাতার নিচে শুয়ে থাকে শুকনো মাটি রাত বাড়লে বিছিয়ে দিয়ে যিগর ছেঁড়া শীতল পাটি দক্ষিনে তার বন্দি যে মন তাকেও ছেলে জাগতে বলে হাতের মুঠোয় মন কে রেখে,'' চলো এবার সামনে হাঁটি!'' অ;ট; এ রকম লেখা আগে লেখার কথা ভাবতেও পারতাম না। উৎসাহ পেয়েছি ব্লগে এসে। শাহেদ খান এর লেখা পড়লে ভীষন অনুপ্রানীত হই। খুব ভাল্লাগে। অনেক দিন শাহেদ ব্লগে নেই। নিজ জীবনে ব্যস্ত হয়ত। ফিরে আসুক আর আমাদের দারুন দারুন সব লেখা পাঠ করার সুযোগ করে দিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।