ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য ব্যাংকে বিশাল সিরিয়াল, নো প্রবলেম জাস্ট কাছে গিয়ে ভাইয়া বললেই হয়ে গেল. ক্যাশিয়ার সাহেব বয়স্ক হলে তখন তো আর ভাইয়্যা বলা যায় না, সেক্ষেত্রে মধুর সুরে আঙ্কেল বলে একটু টান দেও আঙ্কেল ল ল ল. লাইনের পেছনদিকের ছেলেরা মেয়েদের অনুরোধ করে আপা আমার বিলটা আপনার টার সাথে জমা দেন না !!! কেউ কেউ আছেন ভাই, ভাইয়া, আঙ্কেল কিংবা স্যার বলে একটু ঝাঁকুনি দেয়; স্নাইপারের বুলেট মিস হতে পারে কিন্তু এই যে ঝাঁকুনি যাহা ছেলেদের মনের মাঝে আঘাত হানার ব্যাপারে কোন সন্দেহ নাই. রোড রয়েলসের গাড়ি রাস্তায় নামানোর আগে হাজার বার টেস্ট করা লাগতে পারে তয় এক্ষেত্রে প্রি-টেস্ট নিস্প্রয়োজন. সমাজে এমন ছেলে বিরল যে ভাইয়া ডাকে গলে গিয়ে জীবনে কোনদিন কোন মেয়ের কাজ করে দেয় নি ! একটা মেয়ের থিছিছের কাজ করে দিছিলাম আমি, কাজ শেষে আর ভাইয়া ডাক শুনতে পাই নি :p মাঝে মাঝে পণ করি যা গানের সুরে................. " কোন মেয়ের মিষ্টি কথায় আমি ভুলব না, আরে দিব না তো কোনদিনও করে কারও কাজ....." কিন্তু মাঝেই মাঝেই পণ জানালা দিয়ে পলায়. যাদের জীবনসঙ্গিণী আছে তারাই গলে যায় ! আর যাদের নেই তাদের কথা বলার অপেক্ষা রাখে না...... পুরুষ শিক্ষকরা ছাত্রীদের মধুর গলায় যতটা পটে তার ছিটেফোটাও দেখা যায় না শিক্ষয়ীত্রীদের ক্ষেত্রে... বিটোফেনের যত সুরেই ম্যাডাম ডাকা হোক, তাতে শিক্ষীকাদের পারদ গলে এরকম খুব কমই দেখা যায়. ডাকে যেহেতু কাজ হয় না তাই এক চাইনিজ ম্যাডামরে কইছিলাম- my bright future is in ur hand এরপর সে রিকমেন্ডেশন লেটার দিছিল. বৈদেশী মাইয়্যারাও দেখি একই রকম, এরা জাস্ট ভাইয়্যার জায়গায় নাম ধরে ডাকে তয় এক্সপ্রেশন একই ! এরা তো ওড়না পড়ে না তাই ঠিক ওড়নাই পুনরায় ঠিক করার সুযোগ নাই. তয় ভাইয়্যার শেষে যেরকম টান দেয় ওরকমই মধুর করে টান দেয় নামের শেষে. পৃথিবীর সব দেশের মেয়েরাই বোধ হয় এই সূত্র এপ্লাই করে. আমরা ছাত্ররা কত অসহায়, বান্ধবীকে অনুরোধ করতে হয় আমার হয়ে স্যারকে একটু বল না....প্র্যাকটিকালে যেন একটু সদয় দৃষ্টি দেন; অফিসের মহিলা কলিগদের কাছে আবেদন জানাতে হয়...প্লিজ আমার হয়ে বস্ কে একটু বুঝিয়ে বলবেন; আপা আমার জন্যও ট্রেনের একখান টিকেট কাইটেন বি.দ্র. দিন কিছুটা বদলাচ্ছে, ভাইয়্যা ডাকের মত সুন্দর করে আপু বলে ডাক দিতে পারলে অনেক সময় মহিলা এমপ্লয়িরা একটু সুনজরে তাকায়.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।