আমাদের কথা খুঁজে নিন

   

☀☀ ব্লুটুথ অপেক্ষা এক হাজার গুণ দ্রুত মাইক্রোচিপ ☀☀

সততাই সর্ব উৎকৃষ্ট পন্থা। একদল গবেষক নতুন একটি মাইক্রোচিপ তৈরি করেছেন যা প্রতি সেকেন্ডে ২ গিগাবাইট তথ্য প্রেরণ করতে সক্ষম। যা ব্লুটুথ অপেক্ষা ১০০০গুণ দ্রুত। চিপটি যদি মোবাইল ডিভাইসেব্যবহার করা হয় তাহলে সেকেন্ডের মধ্যে গান এবং ভিডিও ট্র্যান্সফার করার সুবিধা দিবে। গবেষকেরা জানিয়েছে এই চিপ ব্যবহার করার মাধ্যমে ব্যবহারকারী দুই ঘণ্টারএকটা চলচ্চিত্র মাত্র ৩০ সেকেন্ডে অথবা ৮০ টি এমপিথ্রি গান (২৫০ মেগাবাইট) মাত্র এক সেকেন্ডে মোবাইল ডিভাইসে পাঠাতে সক্ষম হবেন।

ন্যানইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (NTU) এবং ইনফোকম রিসার্চের বিজ্ঞান,প্রযুক্তি ও গবেষণা কেন্দ্রের (I²R) যে দলটি এই গবেষণা পরিচালনা করেন তারা ইতোমধ্যে ১৬ টি পেটেন্ট পেয়েছেনবলে জানিয়েছেন। চিপটি ওয়্যারলেস মাল্টিমিটার-ওয়েভ প্রযুক্তি ব্যবহার করে বৃহৎ আকারের তথ্য প্রেরণ করে থাকে। এই প্রযুক্তিরসবচেয়ে বড় সুবিধা বিদ্যুৎ সাশ্রয়। নতুন এই প্রযুক্তি ব্যবহার করলে স্মার্টফোন এবং ট্যাবলেট থেকে তথ্য প্রজেক্টর বা টিভির মত ভিন্ন অবকাঠামোয় আদান-প্রদান করতে প্রথম বারের মত তারের প্রয়োজন পড়বে না এবং সাথে সাথে ব্যাটারি স্থায়িত্বও অধিক হবে। ভার্তুস (VIRTUS) নামক এই চিপসেটটিতে রয়েছে তিনটি যন্ত্রাংশ: অ্যান্টেনা, বেতার-তরঙ্গ ট্র্যানসিভার এবং বেজব্যান্ড প্রসেসর।

মাত্র তিনটি যন্ত্রাংশের ব্যবহার করেএনটিইউ এবং আইটুআর এর গবেষকেরা বিশ্বে প্রথমবারের মত সফলতার সাথে ইনটেগ্রেটেড লো-পাওয়ার ৬০ গিগাহার্জ চিপসেট তৈরি করলো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।