আমাদের কথা খুঁজে নিন

   

মাকসুদ,শাফিন আহমেদ টিপু, হাসান ও জুয়েল এর 'সন্ধি' এবং 'একা' আইয়ুব বাচ্চু

আমাদের প্রিয় ব্যান্ড তারকা মাকসুদ, শাফিন আহমেদ , হাসান,জুয়েল ও টিপু ভাইয়ের একটি 'সন্ধি' ছিল জনপ্রিয় গীতিকার, সুরকার সঙ্গীত পরিচালক জুটি জুয়েলবাবু কে সাথে নিয়ে যা অনেকের অজানা। সেই সময় আইয়ুব বাচ্চু ভাই 'একা' ছিলেন। সেই খবর আজ সবাইকে আংশিক জানাবো। ব্যান্ড মিক্সড অ্যালবাম এর সফল, জনপ্রিয় ও দুর্দান্ত জুটি জুয়েল বাবু বাংলা সঙ্গীত এর শ্রোতাদের কাছে খুব জনপ্রিয় নাম। এই জুটি আমাদের সেই ৯০ দশক থেকে ২০০৪/০৫ পর্যন্ত অনেক শ্রোতাপ্রিয় দুর্দান্ত ব্যান্ড মিক্সড অ্যালবাম উপহার দিয়েছিলেন যেখানে আমরা পেয়েছিলাম আইয়ুব বাচ্চুর কণ্ঠে 'মেয়ে তুমি কি দুঃখ চেনো' জেমস এর কণ্ঠের 'কবিতা তুমি স্বপ্নচারিনি হয়ে খবর নিও না'' খালিদ এর 'সরলতার প্রতিমা' এমন অনেক জনপ্রিয় গানের সুরকার ও সঙ্গীত পরিচালক জুটি জুয়েল বাবুর একটি জনপ্রিয় ব্যান্ড মিক্সড অ্যালবাম ছিল 'সন্ধি' যা আজকের অডিও বাজারে পাওয়া খুবই কষ্টের ও দুরুহ একটি কাজ।

সেই অ্যালবাম এ ছিলেন জেমস, মাকসুদ, শাফিন, টিপু, হাসান, জুয়েল, পঞ্চম,পার্থ। অডিও বাজারে আজ এই অ্যালবাম এর অস্তিত্ব নেই বললেই চলে। কিন্তু যারা শুনেছিলেন তাঁরা কেউ এই অ্যালবামের কথা ভুলতে পারবেনা। আজ সেইসব প্রিয় শ্রোতাদের জন্য এবং আজকের নতুন প্রজন্মের স্রোতা যারা সেই অ্যালবামটি পায়নি তাঁদের জন্য দুর্লভ ও হারানো গানের একটি সেরা ও বিশাল আর্কাইভ, বাংলা গানের 'শিক্ষিত রেডিও'খ্যাত 'রেডিও বিজি২৪ (RaDiO bg24) ' নিয়ে এলো আজ সেই 'সন্ধি' অ্যালবাম এর কিছু গান যা সর্বপ্রথম অনলাইনে এই আর্কাইভ প্রকাশ করেছিল। পুরো অ্যালবামটি পাবেন সেই রেডিওর মুল ওয়েবসাইটে।

সন্ধি - মাকসুদ বর্ষা - জেমস - সন্ধি(সুর ও সঙ্গীত- জুয়েল বাবু) কেমন মেয়ে তুমি - শাফিন আহমেদ -সন্ধি নিশ্চুপ নীরবতা -হাসান - সন্ধি নিলাঞ্জনা - জুয়েল -সন্ধি (জুয়েল বাবু) কি করে ভুলে যাবো/ নকশিকাঁথা- টিপু -সন্ধি (জুয়েলবাবু) সব শেষে প্রিয় আইয়ুব বাচ্চুর 'একা' অ্যালবাম এর এই প্রিয় গানটি বোনাস হিসেবে প্রকাশ করে আপনাদের হাতে তুলে দিলাম তুমি নও - আইয়ুব বাচ্চু (একা) যে কোন হারিয়ে যাওয়া প্রিয় বাংলা গান পেতে চাইলে বাংলা গানের এই আর্কাইভ ঘুরে আসতে পারেন - একটি শিক্ষিত রেডিও  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।