সাম্প্রদায়িকরা... নো কমেন্ট প্লিজ.... 'দি টাইম মেশিন' মুভিটা দেখছিলাম। হঠাতই খেয়াল হল.... ঈশশশশ... আমার যদি এরকম একটা মেশিন থাকতো... পরে ভাবলাম কী করতাম তাহলে?... উত্তর পেয়ে গেলাম কয়েক সেকেন্ড পরেই। ফিরে যেতাম অতীতে... কিন্তু কত অতীতে... একদম পিচ্চিকালে? উহু.. তখন তো কিছু বুঝতামই না... তাহলে প্রাইমারি স্কুলে? উরে বাবা.. স্যারদের বেতের বাড়ি হাই স্কুল? কোনো চান্স নেই.... আমি আর এসএসসি পরীক্ষা দিতে পারবো না... এ প্লাসের জন্য কে দৌড়োবে ভাই কলেজে তো মাফও চাই দোয়াও চাই... আর্মি প্রিন্সিপাল তবে কোন অতীতে ফিরবো... ঠিক করলাম ইউনিভার্সিটিতেই ফিরে যাই সেই সবুজ মতিহার.. সেই প্যারিস রোড... পুরাতন ফোকলোর চত্বর... ভোর ছয়টায় শহীদুল্লাহ কলাভবনের সামনে ব্যাকস্ক্রিন টাঙানো... আটটায় কল রাকসু ভবনে... কস্টিউম নেয়া.. মেকাপ নেয়া.... দশটায় নাটকের শো... শো এর পরে বন্ধু-শুভাকাঙ্খিদের অভিনন্দন.... ক্যাম্পাসে হাঁটার সময় পাশ থেকে 'খ্যাঁদা কোদালী' ডাক শোনা হ্যা, ফিরতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ফিরতে চাই আমার এস্ এ। অসম্পুর্ণ কাজগুলো শেষ করতে চাই.... ফিরতে চাই চারকোণা ফ্লোরে... হাঁটতে চাই ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে... সত্যিই একটা টাইম মেশিন পেলে বিশ্ববিদ্যালয়ে ফিরতাম ফাস্র্ট ক্লাস পেতে নয়... কেবলমাত্র আমার এস্ এর জন্য..... এস্ সম্পর্কে জানতে... এখানে ক্লিকান.. https://www.facebook.com/groups/ace.ru/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।