আমাদের কথা খুঁজে নিন

   

মে আওয়ার সোল রেস্ট ইন পিস----(আমাদের আত্মা শান্তি লাভ করুক)

স্বত্ত সংরক্ষিত পাঁজরে নগ্ন বাসনা;বিশ্বময় বাণিজ্যের বেয়োনেট বুকে ক্ষত তৈরি করে-উলঙ্গ পাঁজরে নাচে বিবস্ত্র ক্ষুধা। ক্ষুধাবর্ধক ক্যাপসুল -ফেরি হয়;নিলামে ওঠে ঠিক ও ভুল-মিথ্যা'র রাংতা আর সত্যের খোলামকুচি। রূপ বিক্রী হয়,ঈর্ষা'র ধূপ। বিক্রয়ে'র সম্ভাব্যতায় সভ্যতা নির্ধারিত হয়; অর্থের নিরর্থকতা বোঝাতে বসিনি,অর্থ খুঁজি ভরপেট ক্ষুধা'র। যে ক্ষুধা পাকস্থলী'র বাইরে এসে গ্রাস করে অসংখ্য ব্যাংক অ্যাকাউন্ট;লাশের সিঁড়ি বেয়ে বেয়ে ঈশ্বরকে ছুঁয়ে দিতে পারে যে ক্ষুধা সেই বুঝি আসল ঈশ্বর।

রিক্সাওলা থেকে আমলা তারও উপরে ধর্মাত্মা-মহাত্মাগণ;সবাই করছে বুঝি প্রকৃত ঈশ্বরের আরাধনা। সত্য তৈরি হচ্ছে ,চ্যানেলে-আলাপে ;রিমোটের মুহুর্মুহু কার্যকলাপে। সত্য এবং ঈশ্বর-দুইই বিনিময়যোগ্য;সত্যের ফার্মে গণহারে ফুটছে সত্যের ছানাপোনা,প্রকৃ্ত ঈশ্বর পয়দা করছে রাষ্ট্রীয় কারখানা। হে ঈশ্বর,দেখা দাও বুকের নেহাত কাছে বুক পকেটে, আশ্রয় নাও আমার উদরে-এসো ভুগি অবিশ্রাম জ্বরে। লোভতপ্ত লোলসিক্ত ক্ষুধা;বন্ধু হও অন্তরে বাহিরে।

আমাকে নাও-আমার পায়ের নখ,শার্টের কলারে ময়লা দাগ; বিকৃত অবিক্রীত সাধ। প্রকৃত ঈশ্বর তুমি -আসল শতভাগ; নগদ নারায়ণ-আত্মার বলিতে তুমিই সুখ সুখ ভাব। ২০ মে,২০১২ অ। রূ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।