আমি পূর্ণয় কথা ১ - ধরেন, আপনার বাসার সামনে একজন লোক একদিন মাইকে ঘোষণা দিল যে, "আপনারা আজ থেকে ঘরের দরজা খুলে ঘুমাতে পারেন। কোন চোর আপনাদের বাসায় চুরি করবে না। " আপনি মনে মনে আনন্দিত হবার পর আপনি খোজ নিয়ে দেখলেন এই ঘোষণা যিনি দিয়ে ছিলেন উনি হলেন এলাকার সব চেয়ে বড় চোর। মোরালঃ চোরের অধীনে চুরি হয়।
কথা ২- ভাই ধরেন ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেট খেলায় ভারতীয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনী কইল " এই ম্যাচ নিরপেক্ষ ভাবে খেলার জন্য আমি মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ক্রিকেট খেলুম এবং আমিই ম্যাচ এর আম্পায়ারিং করুম ।
আর কোন আম্পায়ার থাকবার পাইব না" এটা কি আসলেও সম্ভব???
প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন " আগামী নির্বাচন আ.লীগ সরকারের অধীনে হবে। বর্তমান সরকারের অধীনে পাঁচ হাজারের মতো এলাকায় নির্বাচন হয়েছে। কোথাও কোনো অনিয়ম হয়নি। এমন অবাধ নির্বাচন আগে হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনও অবশ্যই অবাধ ও নিরপেক্ষ হবে"
উনার মন্তব্য দেইখা আমার মনে হইসে যে হয় শেখ হাসিনা ভাবে যে জনগণ হইল গরু আমি হইতাছি বুদ্ধিমতি ।
অথবা তার মাথায় খোদা এক ছটাক বুদ্ধি দেয় নাই অতি তাড়াতাড়ি তাকে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে ভর্তি করানো দরকার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।