আমাদের কথা খুঁজে নিন

   

3 G network in bd

মানুষের জন্যই জীবন তাই মানুষ কে ভালবাসেন javascript:void(1); হে হে হাসি নয় it's truuuuuuuuuuuuuu ৩ জি তাও আবার বাংলাদেশে?? আগামী জুলাই মাসে প্রাথমিকভাবে রাজধানীতে তিন লাখের বেশি গ্রাহককে তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) মোবাইল ফোন সেবা দেওয়ার প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটক। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান জানান, শুরুতে বিভাগীয় শহরগুলোতে থ্রি-জি সেবা চালুর কথা থাকলেও প্রাথমিকভাবে কেবল রাজধানীতেই এ সেবা উম্মুক্ত করা হবে। “আমরা প্রথমে শুধুমাত্র রাজধানীর গ্রাহকদের জন্য থ্রিজি সিম সরবরাহ করব। ” অন্য বিভাগীয় শহরগুলোতে কবে নাগাদ এই সেবা পৌঁছাবে জানতে চাইলে মুজিবর আশা প্রকাশ করেন, অক্টোবরের মধ্যেই হয়তো বিভাগীয় ও বড় শহরগুলোর মানুষ তৃতীয় প্রজন্মের মোবাইল সেবা পেয়ে যাবেন। টেলিটক ঢাকার পরপরই চট্টগ্রামে এই সেবা চালু করবে বলে মুজিবর রহমান জানান।

“রাজধানীতে এই সেবা দিতে প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া চলছে। এ কাজ শেষ হওয়া মাত্র আগামী জুলাই মাসে থ্রিজি সিম গ্রাহকদের দেওয়া হবে। ” শুরুতে রাজধানীতে তিন থেকে ৫ লাখ গ্রাহককে থ্রিজি সিম দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক। এই লক্ষে টেলিটকের নেটওয়ার্ক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে জানিয়ে মুজিবর রহমান বলেন, “শুধু থ্রি-জির জন্য সারা দেশে ৭০০ বিশেষ বিটিএস স্থাপন করা হবে। ইতোমধ্যে রাজধানীর বিটিএসগুলো বসানো হয়েছে।

এখন সুইচিং এর কাজ চলছে। ” বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ১৩ লাখ জানিয়ে মুজিবর বলেন, জুলাই মাসের পর এই সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে বলে তারা আশা করছেন। “টেলিটক থ্রিজি নিয়ে আসলে আমাদের গ্রাহক সংখ্যাও বাড়তে শুরু করবে। ” থ্রি-জি প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে তথ্য পরিবহন সম্ভব বলে মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব। রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান হিসেবে টেলিটক অন্য অপারেটররা বাজারে আসার আগেই গত মার্চ থেকে পরীক্ষামূলক থ্রি-জি সেবা দেওয়ার অনুমতি পায়।

তবে নানা কারণে তা পিছিয়ে যায়। এই সেবা চালু করতে এতো বেশি সময় লাগার কারণ জানতে চাইলে মুজিবর বলেন, নতুন এই প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপন করতে বেশি সময় লাগছে। থ্রিজি লাইসেন্সের জন্য প্রস্তাবিত খসড়া নীতিমালায় বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে থ্রিজি তরঙ্গের (স্পেক্ট্রাম) নিলাম হবে। টেলিটককে এই নিলামে প্রতিদ্বন্দ্বিতা করতে না হলেও নিলামের সম পরিমাণ টাকা দিয়েই তরঙ্গ নিতে হবে। বর্তমানে টুজি মোবাইল সেবাদানকারী বেসরকারি অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল ও রবির পাশাপাশি নতুন বিদেশি প্রতিষ্ঠানও থ্রিজি নিলামে অংশ নিতে পারবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।