১৬ ম্যাচ থেকে শেখ রাসেলের সংগ্রহ ৩৮ পয়েন্ট। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে সকার ক্লাব।
১৪ মিনিটে শেখ রাসেলকে এগিয়ে দেন নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকান। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। ৭৮ মিনিটে মিডফিল্ডার শাহরান হাওলাদার ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি সকার ক্লাব।
ইনজুরি সময়ে প্রতিপক্ষের মুশফিকউদ্দিন শিমুলের সঙ্গে হাতাহাতি করে লাল কার্ড দেখেন শেখ রাসেলের হাইতির স্ট্রাইকার সনি নর্দে।
বাংলাদেশে প্রথম মৌসুম বাজে অভিজ্ঞতা নিয়ে শেষ করলেও একটা সুসংবাদ পেয়েছেন এবার শেখ রাসেলের তিনটি (ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ও লিগ) শিরোপা জয়ের অন্যতম নায়ক। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের একটি ক্লাবে ট্রায়ালের জন্য আমন্ত্রণ পেয়েছেন নর্দে।
এ মৌসুমে দুর্দান্ত সাফল্য পেলেও গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী মৌসুমে শেখ রাসেলের বেশির ভাগ তারকা ফুটবলার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে যোগ দেবেন।
তবে শেখ রাসেলের কোচ মারুফুল হক এ ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে।
তিনি বলেন, “আমি এখনো পর্যন্ত জানি এই দল নিয়েই আমরা আগামী মৌসুমে খেলব। তবে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা সত্যি হলে এই শূন্যস্থান পুরণ করা কঠিন হবে। ”
ফরোয়ার্ড জাহিদ হোসেনের কথায় অবশ্য ভাঙ্গনেরই ইঙ্গিত। তিনি বলেন, “আমরা মোহামেডানকে কথা দিয়ে ফেলেছি। এখন শেখ রাসেল চাইলেও আমাদের পক্ষে আর ফিরে আসা সম্ভব নয়।
আমি, এমিলি, ইমন বাবু, মামুন মিয়া ও নাহিদ মোহামেডানে যোগ দিতে যাচ্ছি। আর মামুনুল ইসলাম যাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।