আমাদের কথা খুঁজে নিন

   

এই শোনো.. তোমাকে ভালোবাসি // আবদুল্লাহ-আল-মাসুম

কিছু কিছু মানুষের মুখ এমন হয়... অন্ধকারেও ঠেলে বেরোয় তাদের নিজস্ব আলো। আলো তে ঝকমক করে অবাক আলেয়া ! তাদের মুখের একটু হাসিতে বেঁচে ওঠে নতুন জীবনে দূরারোগ্য কোনো মানুষ ! নিমিষে নেমে আসে ২৫ এর দোরগোড়ায় এক থ্থুত্থুড়ে বুড়ো। কিছু কিছু মানুষের মুখ এরকমও হয়.. হঠাত দেখায় বলতে ইচ্ছে করে- কী খুজছো তুমি সারা জগত জুড়ে ? প্রশান্ত সাগরে থেকে হিমালয়ের পাদদেশে ? চোখ বন্ধ করে ছুঁয়ে দাও আমার পাজর। এখানেই আছে তোমার পরশ পাথর। কিছু কিছু মানুষ অলীক ডানায় ভর করে হাটে মাটিতে।

অদৃশ্য কিছু আলোর জোনাকি তাকে দেয় প্রটোকল। সহস্র প্রজাপতি ফুলের রেনু মুখে নিয়ে ছড়িয়ে দেয় চলার পথে। বিশাল আকাশ নুয়ে পড়ে লেপ্টে থাকে ঘাসের চাদরে। কিছু কিছু মানুষ, সত্যি সত্যি এরকমও হয়.. মিষ্টি হাসির রেখার মতো জেগে রয় সারাটি জীবন ঠোটের কিনারে। তিক্ত জীবনে সদা বসন্তের মতো ফুটে রয় বুকের কিনারে।

তাদেরে খোলা পায়ে ঝিকমিক করে আলো। দ্বিধাহীন চুমু খায় পৌষের নরোম রোদ। কিছু কিছু মানুষের কথা , পাগল মনে এভাবে গেঁথে যায়- বরফের দেশ থেকে কোলে করে নিয়ে আসতে ইচ্ছে করে সমুদ্রের কিনারে। চিতকার করে বলতে ইচ্ছে করে- ঝাপ দাও পদ্মা নদীতে। পেরিয়ে যেতে ইচ্ছে করে সীমাবদ্ধতার দেয়াল।

হারিয়ে যেতে ইচ্ছে করে গাঙচিলের চোখের ভেতরে। বাস্তবতার বরফ গলে গলে ঝরনার জলে ঝলমল করে বয়ে চলে স্বপ্নের আর আবেগের উষ্ণ ওমে। সত্য আর মিথ্যা , মিলে মিশে একাকার হয়ে যায় একই স্ব-রুপে ! ডান আঙুলের তর্জনীতে মার্বেলের মতো নাচাতে ইচ্ছে করে একটি পৃথিবী। ইচ্ছের গভীরে স্বপ্নের রঙধণু ঢুকিয়ে তোমাকে ভূ-লোক, দুলোক, গোলক ঘুরিয়ে জীবনের রোমাঞ্চ এক শব্দে বলে দিতে ইচ্ছে করে- নিঃসঙ্গ জীবনের সমাপ্তি টেনে বারংবার বলতে ইচ্ছে করে... ভালোবাসি, ভালোবাসি..........। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।