বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে আজ বিদ্রহী কবি কাজী নজরুল ইসলামের ১১৩ তম জন্মদিন। আজকের দিনেই ১৮৯৯ সালে ভারতের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহন করেন। প্রচন্ড দারিদ্রতার সঙ্গে লড়াই করে নজরুলকে জীবনে প্রতিষ্ঠা পেতে হয়। তিনি তাঁর প্রথম জীবনে চায়ের দোকানে কাজ করা থেকে শুরু করে, মসজিদের মৌলবীর কাজও করেছেন। তিনি মাত্র ১৮ বছর বয়েসে ১৯১৭ সালে ব্রিটিস আর্মি তে যোগদান করেন এবং তাঁকে করাচিতে পোষ্টিং করা হয়।
সেখানেই তিনি তাঁর প্রথম গল্প "বাউনডুলের আত্মকাহিনী" লেখেন যা ১৯১৯ সালে প্রকাশিত হয়। তিনী আর্মির চাকরী ছেড়ে দিয়ে ১৯২০ সালে কোলকাতায় স্থায়ী ভাবে বসবাস শুরু করেন এবং লেখালেখিতে মন দেন। তাঁর রচিত কবিতার গ্রন্থের মধ্যে "অগ্নিবীণা","সঞ্চিতা","ফনিমনসা" প্রভৃতি উল্লেখ যোগ্য। এছাড়াও তিনী প্রচুর উপনাস, ছোটগল্প, কবিতা, গান, নাটক ইত্যাদি লিখেছিলেন। আর্মি তে থাকাকালীনই তিনী সঙ্গীত চর্চা শুরু করেন।
তাঁর রচিত সঙ্গীত "নজরুল গীতি" হিসেবে পরিচিত। তিনী "ভজন", "কীর্তন"থেকে শুরু করে করে "শ্যামা সঙ্গীত "ও লিখেছেন। তাঁর রচিত "শ্যামা সঙ্গীত " আজও লোকের মুখে মুখে ফেরে। তিনিই প্রথম বাংলায় "গজল"লেখেন এবং সুর দেন। তিনি ১৯২৪ সালে প্রমিলা দেবীকে বিবাহ করেন।
কিন্ত ১৯৩৯ সালে যখন প্রমিলা দেবী paralyse এ আক্রন্ত হন তারপর থেকে ধীরে নজরুলও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ১৯৬২ সালে তাঁর স্ত্রী প্রমিলা দেবী মারা গেলে তিনি গভীর দুঃখ পান এবং ধীরে ধীরে তিনি Pick's রোগে আক্রন্ত হন। ১৯৭২ সালে নবগঠিত বাংলাদেশ সরকার তার দেখভালের দায়িত্ব নেয় এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। তিনি ২৯শে আগস্ট ১৯৭৬ সালে ৭৭ বছর বয়েসে ঢাকায় মারাযান এবং তাঁকে "ঢাকা ইউনিভার্সিটি" র পাসেই সমাধিস্থ করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।