আমাদের কথা খুঁজে নিন

   

জয় প্রভু গুগল !!!

জীবনের উল্টো পিঠেও আমি বৃত্তের মত বাস্তবতার কাছে বন্ধী মানুষ মারা গেলে তাঁর সংরক্ষিত তথ্য নির্দিষ্ট সময় পর মুছে ফেলা বা অন্য কাউকে ডিজিটাল সম্পদ হিসেবে উত্তরাধিকারি মনোনীত করার সুবিধা দেওয়ার তথ্য জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।ব্যবহারকারী আগে থেকেই তাঁর অবর্তমানে গুগলে সংরক্ষিত তথ্যগুলোর ব্যবস্থাপনা নিয়ে নির্দেশনা দিতে পারবেন। লেও ঠেলা,এইবার সম্পদের উত্তরাধিকারের বিষয়টাও ডিজিটাল হয়েগেলো। তবে আমার মতো হাড় হাভাতে অনলাইন এক্টিভিস্টদের যারা জীবনের মহামূল্যবান সময়ের নিকুচি করে সারাদিন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর দায়িত্তে সর্বদাই সৎ ভাবে আত্মনিবেদিত প্রান তাদের এইবার একটা গতি হবে মহা দয়ালু গুগলের কৃপায়!! বাবা মায়ের সামনে এইবার মাথা উঁচু করে বলতে পারব ভবিষ্যৎ গড়ে গেলাম, ভবিষ্যৎ প্রজন্মর জন্যে রেখে যাচ্ছি জিমেইল, ব্লগ ফেইসবুক, টুইটার,গুগল প্লাস, মাইএস্পেস,স্টামবলাপন এর অগনিত সম্পদ।আর এই সম্পদ ভাগাভাগি নিয়ে হবেনা কোন দাংগা ফেসাদ,আপন রক্তের সম্পর্কের মধ্যে দুরত্ত্বের প্রাচির.... জয় প্রভু গুগল !!! তবে বসতে দিলে শুতে চাওয়া স্বভাবত মানুষ হিসেবে মহামান্য গুগলের কাছে আমার একটা বাড়তি আবদার হল এই উত্তরাধিকারের বিপুল সম্পদে কিছুটা পেট ভরার বাবস্থা থাকলেও আপনার বাধ্য এবং সৎ একজন সময়ের অপচয়কারি হিসেবে বাকি জীবনটা 'জয় গুগল' 'জয় গুগল' করেই কাটিয়ে দিতে পারতাম !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।