আপনেরাই বলেন আমার সম্পর্কে...... লন্ডন অলিম্পিকের পর শুরু হবে প্যারা অলিম্পিকের আসর। আগামী ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। ঢাকার ব্রিটিশ হাইকমিশন রোববার জানায়, প্যারা অলিম্পিককে সামনে রেখে সোমবার থেকে শুরু হচ্ছে ১০০ দিন গণনা। অলিম্পিকের দ্বিতীয় আসর হলেও এবারই প্রথমবারের মতো প্যারা অলিম্পিকের আসর বসছে লন্ডনে।
ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে আরও জানানো হয়, অলিম্পিক ও প্যারা অলিম্পিকের ইতিহাসে এবারই প্রথমবারের মতো দুটি গেমসের আয়োজনের মধ্যে সমন্বয় ঘটানো হয়েছে।
ফলে দর্শক থেকে শুরু করে প্রতিযোগী সবাই সুষ্ঠুভাবে যাতায়াতসহ দুটি আসরই বাধাহীনভাবে উপভোগ করতে পারবেন।
এ ব্যাপারে ব্রিটিশ মন্ত্রী জেরেমি ব্রাউনের মন্তব্যও জানায় ব্রিটিশ হাইকমিশন। জেরেমি বলেন প্যারা অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে উপভোগ্য ও বড় আসরটি বসতে যাচ্ছে লন্ডনে। ব্রিটেন প্যারা অলিম্পিকের স্বপ্নদ্রষ্টা এবং বিশ্বের সবদেশ থেকেই প্রতিযোগীদের আমরা লন্ডনে স্বাগত জানাতে প্রস্তুত।
প্রসঙ্গত, প্যারা অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত করতে ব্রিটিশ সরকার উন্নয়নশীল দেশগুলোতে ৪৭ মিলিয়ন পাউন্ডের বিশেষ প্রকল্পও বাস্তবায়ন করছে।
আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে লন্ডন অলিম্পিক ২০১২’র আসর। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।