মডেল হিসেবে ইতিমধ্যে আলোচনার শীর্ষে অবস্থান করছেন লেডি ভিক্টোরিয়া হারভে। বিশেষ করে অর্ধনগ্ন পোজ দিয়ে ছবি তুলেই বেশি আলোচিত তিনি। এখন পর্যন্ত অসংখ্যবারই বিভিন্ন ম্যাগাজিন ও ক্যালেন্ডারে অর্ধনগ্ন পোজ দিয়েছেন তিনি। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের মডেল হিসেবেও কাজ করেছেন ভিক্টোরিয়া। এবার আলোচিত এই মডেল ব্যাপক আলোচনা-সমালোচনার শিকার হলেন কান উৎসবে এসে।
বর্তমানে প্যারিসে চলতি কান উৎসবের ৬৫তম এ আসরে প্রায় নগ্ন অবস্থায়ই উপস্থিত হন তিনি। লেডি ভিক্টোরিয়া হারভে একটি রুপালি রঙের গাউন পরে আসেন কান উৎসবে। এ গাউনটি ছিল অনেকটা জালের মতো। তাই শরীরের প্রায় সব স্থানই চোখে পড়ছিল। তার এমন উপস্থিতিতে অনেকটা অবাক হয়ে যান সবাই।
এ সময় বেশ উৎসুক হয়েই ফটোগ্রাফাররা ছবি তুলতে থাকেন তার। তবে তাতে বিব্রত না হয়ে নানা ভঙ্গিতে পোজ দিতে থাকেন ভিক্টোরিয়া। কান উৎসবের এই আসরে এমন নগ্ন হয়ে এসে আলোচনার পাশাপাশি সমালোচিতও হয়েছেন তিনি। কারণ, এতটা নগ্ন হয়ে এ আসরে আর কোন তারকাই উপস্থিত হননি। বিভিন্ন সংবাদ মাধ্যমই তার এমন উপস্থিতির প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন তুলেছে।
এদিকে সমালোচনায় একদমই মাথা ঘামাতে চান না ভিক্টোরিয়া। এ বিষয়ে তিনি বলেছেন, আমি একজন প্রফেশনাল গ্ল্যামারাস মডেল। আর কান উৎসব একটি গ্ল্যামরাস আসর। এখানে আমার উপস্থিতি এমনটাই হওয়া উচিত। আমি এ ধরনের উপস্থাপনে সব সময়ই অভ্যস্ত।
একজন মডেল হিসেবে এ ধরনের সমালোচনার ধার আমি ধারি না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।