আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশে স্কলারশিপে ইঞ্জিনিয়ারিং পড়তে চাও??

প্রিয় এই ব্লগটিকে আপনাদের কাছে রেখে যাচ্ছি। হে প্রিয় ব্লগার, ভালো থাকুন সবসময়। এইচ,এস,সি/ডিপ্লোমা পরিক্ষা দিয়েছ, রেজাল্টের অপেক্ষায় আছ? এখনি সময় তোমার জীবনের লক্ষ বা এম্বিশন ঠিক করার যা কিনা বেশির ভাগ মানুষই পারেনা বা আর্থ-সামাজিক অবস্থার কারনে পেরে উঠেনা। এখন প্রশ্ন হল তুমি কিভাবে করবে? এ বিষয় আমার নিজের একটা থিউরি আছে, সেটা হলঃ মানুষের জীবনের লক্ষ পুরনের জন্য তিনটি বিষয় জরুরি। ১)যোগ্যতা- (তোমার ক্ষেত্রে, তোমার এডুকেশন রেজাল্ট) ২)সামর্থ্য- (তোমার ক্ষেত্রে, তোমার পরিবারে আর্থিক অবস্থা) ৩)ইচ্ছা- (তোমার ক্ষেত্রে, তোমার উদ্দেশ্য কি?) জীবনের লক্ষ পুরনের জন্য উপরের তিনটি-ই পর্জাপ্ত থাকতে হবে।

একটি কম হলে হবে না। মনে করো, তোমার অনেক টাকা (সামর্থ্য)আছে এবং ইচ্ছেও আছে ডাক্তারি পড়ার কিন্তু রেজাল্ট ভাল না, সেক্ষেত্রে তুমি কি ডাক্তারি পড়তে পারবে?? উত্তরঃ না। আবার মনে কর, তোমার সামর্থ্য এবং টাকা দুটই আছে, কিন্তু ইচ্ছে নেই ডাক্তারি পড়ার, তোমাকে জোর করে ডাক্তারিতে ভর্তি করেলও তুমি কি ভাল ডাক্তার হতে পারবে? উত্তরঃ না যাইহোক, আমার গত ৫/৬ বছরের অভিজ্ঞতায় আমি বুঝতে পারি যে বাংলাদেশের স্টুডেন্টদের ১ এবং ৩ আছে কিন্তু ২ খুব বেশি নেই । তাই আমি কিছু পরামর্শ ও তথ্য দিলাম। আমার পরামর্শ তোমার ভাল লাগতে নাওপারে, কিন্তু এটাই বাস্তবতা।

পরামর্শঃ ইঞ্জিনিয়ারিং পড়ে পার্ট টাইম জব করার সময় পাওয়া যাবেন না, কারন অনেক-অনেক পড়া শুনা করতে হবে আর অনার্সে ফুল টাইম ক্লাস হবে সপ্তাহে ৪ থাকে ৫ দিন। সেটা চাদের দেশেই হোক আর যে দেশেই হোক। এবার বলি কোন দেশে এক যেতে পারঃ ইউরোপ আমেরিকা বা অস্টেলিয়ায় এম,বি,বি,এস/ ইঞ্জিনিয়ারিং(অনার্স)অনেক-অনেক ব্যায়সাদ্ধ এবং আই,এল,টি,এসে খুব ভাল স্কোর লাগে তাই এগুল বাদ দিলাম। যেহেতু ধরে নিচ্ছি তোমার আই,এল,টি,এস নাই আর সামর্থ্যও কম তাই তোমার জন্য আমার অফার হবে চায়না। চায়না সরকারি ইউনিভার্সিটিঃ চায়না শুনে নাক শিটকানোর কিছু নাই।

এই মুহুর্তে চায়না তোমার জন্য খুব ভাল। চায়নারা যে আধুনিক যন্ত্রপাতি ব্যাবহার করে তা আমাদের এই উপমহাদেশে অনেকেইরি নাই। আর ইঞ্জিনিয়ারিং ওরাই এখন বিশ্বসেরা। কেন চায়না? Top ranking Government University cheap food & Accommodation English Medium program International Educational Environment Admission & visa guaranty No Embassy Hassle Study Gap & Low GPA Acceptable No need IELTS or TOEFL 100/ free from Student Politics & session gap স্কলারশিপঃ চায়না ৩ প্রকার স্কলারশিপের অফার করে, ১) CHINA GOVERNMENT SCHOLORSHIP 2) CHINA SCHOLORSHIP COUNCILL 3) UNIVERSITY SCHOLORSHIP । আমি এখানে ইউনিভার্সিটি কতৃক স্কলারশিপের আলোচনা করব।

বাংলাদেশের অনেক ফার্ম অনেক প্যাকেজ অফার করে, অনেক ইউনিভার্সিটিতে ছাত্র ভর্তি করে। পরবর্তিতে স্কলারশিপের আশা দেয়, কিন্তু আমার মতে ভাল হয় যদি এখনি স্কলারশিপ/ওয়েভার নিয়ে ১ম বছর থেকেই পড়তে পার। এতএব তোমার উচিত হবে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে সঠিক তথ্য জেনে নেওয়া, চায়না ইডুকেশন মিনিস্ট্রি, ইমিগ্রেশন ডিপার্ট্মেন্টের ওয়েব সাইটে ঢুকে খোজখবর নেওয়া। Ningbo University পড়লে ১০০% স্কলারশিপ দেওয়া যাবে শুধু ম্যাকানিকালে এবং ১ম বছরে থেকেই। Sec A Tuition Fees: 100% Scholarship for total 4 academic years. Sec B Application, Admission & Registration fees (only for 1st year) = 300 USD Sec C Liaison Management fee+ Foreign teacher Fund + Program Development fee+Physical Examination Fee + Health Insurance *+ Lab fee + Library fee +others (only for 1st year) = 17,000RMB International Scholarship processing fess (only for 1st year)= 16,550 RMB Enrolment fees (total 4 academic years) = 700 RMB Resident permit =( total 4 academic years) 1,200 RMB Sec D Health examination fees, Visa Processing fees, Embassy fee, Air ticket (E/C), Airport pickup, & service charge & others= near able ৫০ থেকে ৬০ হাযার টাকা অর্থাৎ ১ম বছর তোমার লাগবে প্রায় আনুমানিক সড়ে ৪ লাখের মত, কিন্তু পরবর্তি তিন বছর সুধু মাত্র হোস্টেল ফি ২৫০০ RMB বা বাতসরিক ২৭৫০০ টাকা দিলেই হবে, আরো কোনো খরচ নাই।

কিছু কথা বলা দরকার(কথা গুল বলতে যদিও আমি লজ্জা বোধ করছি) আমাদের দেশে অনেক কন্সালটেন্সি ফার্ম আছে যারা নিজেদের মত করে ব্যাবসা করে। অনেক বড়-বড় অফিস, বিদেশি ফার্নিচার, এলিট শ্রেনির কাউন্সিলর ইত্যাদি নিয়ে বসে আছেন, কিন্তু ইমিগ্রাশন “ল” বা সংস্লিস্ট দেশের আবিবাসন আইনটি একবারও পড়ে দেখেন নি। তারা বিভিন্ন মিস্টি-মনমুগ্ধকর ব্যাবহার করে নিজেদের ইচ্ছেমত “প্যাকেজ” তৈরি করে। আবার অনেকেই ভিসার আগে টাকা নেয় না, ভিসার পরে টাকা নিবে বলে থাকে এবং ভিসার পরে অনেক বেশি টাকা হাতিয়ে নেয়। তাই আমার দেখন সহজ পথে তুমি নিজেই ফাইল প্রসেস করতে পারবে।

Only 3 steps for study in CHINA Step 1 1. Please fill the application form of Ningbo university 2. Submit your Passport's Photocopy of first 3 pages & last 2 pages in A4 size(attested by the Foreign ministry) 3. 8 copy pp size Photos (lab print) 4. Submit all academy documents (attested by the foreign ministry & Education board). 5. Police clearance (if applicable) 6. No objection certificate issue from legal guardian (under the 18 year's student or female Student ) 7. Financial support Statement from legal guardian (if applicable) 8. All the above documents will be couriered to the university China. 9. Pay nonrefundable application & Registration fees = USD 300 (Sec B) 10. The university & provincial government Authority of China will take 1 to 3weeks to confirm the Admission. And provide you Letter of acceptation & JW202. Step 2 1. After received offer Letter, Letter of acceptation/ Admission Confirmation & JW202 You should go for Health examination , Visa Processing , (Sec D) 2. Once all the papers mentioned above are done, student will go to Embassy for assessment & Visa (Sec D) Step 3 1. After received VISA, Students must pay (Sec D)for Air ticket (E/C), Airport pickup, & service charge 2. After received VISA & before fly to china, Students must make a "travel cheque" (T.C) from Student's own bank account. (Sec C) 3. Pay for Air Ticket (Sec D) & Fly to China NB: *Trams & Condition apply * depend on China Government, China Scholarship Council, & university * not for all Bangladeshi students এবার বলি আমি কি করতে পারিঃ আমি এলিট শ্রেনির মানুষ নই, খুব সাধারন মানুষ। তাই আমি কোনো প্যাকেজ প্রগ্রাম করতে পারবোনা। ইকটু চিন্তা করো, তুমি যদি ইউনিভার্সিটির ভর্তি ফর্ম না কিনো, তুমি যদি ভর্তি ফি না দাও, ইউনিভার্সিটি কি তোমাকে ভর্তি নিবে?? তুমি যদি সেই দেশের ইমিগ্রাশনের পার্মিশন এর জন্য সরকারকে ফি না দাও, সে দেশের কি ঠেকা যে তোমাকে ফ্রি-ফ্রি পার্মিশন দেবে?। তুমি বল, ভিসা-টাই কি তোমার কাছে মুখ্য?? ভিসার পরে যদি ইউনিভার্সিটি গিয়ে দেখ “তোমার ইউনিভার্সিটি তোমার টাকা/টিউসন ফি পায় নি” তখন কি করবে?? তাই আমি কিছু পরামর্শ বা সাহায্য করতে পারি, যাতে তুমি ঘরে বসেই নিজে সব করতে পার। ধাপ ১ (ক)কেন তুমি পড়তে চাও এবং কেন নিজেকে চায়না স্কলারশিপের যোগ্য মনে কর? এইসব দিয়ে একটি আবেদন পত্র সহ (খ) তোমার সার্টিফিকেট, মার্কশিট (গ) পাশপোর্ট (ঘ) ছবি স্ক্যান করে আমাকে ইমেইল করতে হবে।

ধাপ ২ (ক)আমি তোমাকে ইউনিভার্সিটি থেকে অফার লেটার এনে ইমেল করে দেব (খ) তখন তোমাকে ৭ দিনের মধ্যে (খরচ ১) Application, Admission & Registration fees প্রদান করতে হবে। দুই ভাবে প্রদান করতে পার, হয় তোমার পরিচিত কেউ যদি চায়না থাকে, উনি সরাসরি ইউনিভার্সিটিতে জমা দিবে বা বাংলাদেশেই আমার ব্যাংকে জমা দিতে হবে। (অপরিচিত মানুষের ব্যাংকে টাকা দিতে হবে শুনে তুমি হয়ত আমাকে বাটপার ভাবতেছ!!!) তাই তারাতারি নিচের লাইনটা পড়। (গ) তোমার অফার লেটার এবং ব্যাংকে টাকা জমার রশিদ নিয়ে নিকটস্থ (ঢাকা, চিটাগং, বগুড়া, কুমিল্লায় আমার অথরাইজড শুভাকাংখি আছে) সেই ফার্মে জমা দাও এবং তারা তোমাকে আমার হয়ে একনলেজমেন্ট লেটার দেবে। ধাপ ৩ (ক)তিন কার্জদিবসের মধ্যে তোমার বাড়ির ঠিকানায় কুরিয়ার বা তুমি চাইলে নিকটস্থ সেই অফিস থেকেই তোমার ‘ইউনিভার্সিটি কর্তিক “Admission Letter” এবং চায়না প্রভিন্সিয়াল গভর্মেন্ট কর্তিক ইস্যুকত অনুমতি পত্র “JW202” গ্রহন করতে পারবে।

(এটাকে অনেকে Apporoval বা VISA Letter বলে)। “Admission Letter”-এ তোমার প্রয়োজনিয় টাকা ও স্কলারশিপের কথা উল্লেক্ষ থাকবে। (খ)এবার ঢাকাস্থ চায়না-বাংলাদেশ মেডিকেল গিয়ে তোমার মেডিকেল চেকাপ করতে হবে। (গ) এখন তোমাকে ভিসার জন্য এম্বাসি যেতে হবে। সকাল ৮টার মধ্যে লাইনে দারিয়ে থাকবে।

সাথে নিবে তোমার SSC,HSC মুল সার্টিফিকেট, মুল মার্কশিট, মুল পাশপোর্ট, মুল মেডিকেল রিপোর্ট এবং ছবি যুক্ত ভিসা এপ্লিকেশন ফর্ম। যদি এম্বাসি ফি এক্সপ্রেস দাও তাহলে ১দিন পরেই ভিসা গ্রহন করতে পারবে। ধাপ ৪ (ক)ভিসা পাবার পর তোমার যাবার সম্ভাব্য তারিখে প্লেন টিকেট কেটে নাও এবং আমাকে মেইল করো, আমি ইউনিভার্সিটিকে বলে দিব। তারা এবং আমার লোক এয়ারপোর্টে তোমাকে রিসিভ করতে আসবে। (খ)যাবার আগে তোমার নিজ নামের ব্যাংক একাউন্ট থেকে Admission Letter-এ উল্লেক্ষকত টাকা “ট্রাভেলার্স চেক”(TC) নিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে নিজ হাতে জমা দাও।

তোমার কাছে এই প্রক্রিয়া একটু জটিল মনে হতে পারে, তাই তুমি চাইলে তোমার নিকটস্থ (ঢাকা, চিটাগং, বগুড়া,কুমিল্লায় আমার অথরাইজড শুভাকাংখি আছে) একটি ফার্মে যাও এবং আমার কাছ থেকে পাওয়া ওফার লেটার দেখাও। তখন তারা তোমার কাছ থেকে কোনো সার্ভিস চার্জ তো নিবেইনা বরং তারা তোমাকে সম্পুর্ন সাহায্য করতে বাধ্য থাকবে। S. R. Jony Secretary, Admission & Scholarship Authority (Bangladesh)। Ningbo University Foreign Affairs Office, University of Ningbo, 818 Feng Hua Road, Jiang Bei District, Ningbo, Zhejiang, China. 315211 E-mail: http://www.nbu.edu.cn ইংরেজি বাংলা মিশ্রন আর টাইপিং মিসটেকের জন্য আগেই ক্ষমা চাইছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।