আমাদের কথা খুঁজে নিন

   

আমি এক রাজ-পথিক

সরাসরি বলি আমি এক গহিন রাজ-পথিক, অসংলগ্ন জীবিকা আমার ঘুমের নেই ঠিক – আমি এক আলাদা অসংস্কার । অগভীর অচল আজ প্রগার হয়ে, গুমোট হয়ে, শুধু মাংস মস্তকে একাকার – বালুকনা আমার সাদৃশ্যে যায় ছন্দে ছন্দে স্বার্থপর, শুধু তরল তৃষায় ঠাসা, শীতল তরল অবগাহনে আমার পথিক গায় – আমি এক গহিন রাজ-পথিক । ক্ষণকালে গড়া সাম্রাজ্য আমার বহুকালে খায় মার – তথাপি আমি এক স্থবির রাজ-পথিক গতিশীল স্থবিরতা আমার আমি তাতেই তুষ্ট, তাতেই অচল । মাংস মস্তকে একাকার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।