আমি এখনো আমাকে চিন্তে পারিনি। হে পথিক, বলছি শোনো দাডাও একটা প্রশ্নের উত্তর দিবে? আমার কাছে সবই ছিলো মুঠো ভরা খুশি ছিলো,চোখে আমার স্বপ্ন ছিলো মনের মধ্যে তৃপ্তি ছিলো,জগতের সব সুখটা ছিলো কারো জন্যে ভালো ছিলো,পায়ের নিছে পথও ছিলো অতীতের আনন্দ ছিলো,ভবিষ্যতের গন্তব্য ছিলো ছিলো সবই ছিলো……সঙ্গে কিছু মানুষের হাসি ছিলো, কান্না ছিলো,দুঃখ ছিলো মুহুর্ত ছিলো,রাগও ছিলো আরও কত কি? সবই ছিলো,সবই কথা শুনে হাসতে পারো, কিন্তু, হাসলে কেন?বলো? আমার জায়গায় তুমি হলে হাসতে পারতে?বলো? কারো জন্য ভেঙ্গে গেলে হাসতে পারতে?বলো? নিজের সাথে সব মিলে গেলে হাসতে পারতে?বলো? এতকিছুর পরেও উত্তর চাইবো হাসবো কেমনে?বলো? আজব এই দুনিয়াই বাচঁবো কেমনে?বলো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।