মুন রিভার ...
শুরুর গল্প অথবা তুম-তানা-নানা ...
আমি আকাশ দেখতে দেখতে উদাস সময় কাটানোর মানুষ। আকাশ,বৃষ্টি,গাছ আর সবুজ- আমার শৈশব কৈশোরের অনেক সুন্দর সময় সময়ের ঘুলঘুলিতে বন্দী করেছি মুখ ভর্তি হাসি আর বুকের ভিতর অদ্ভুত শান্ত অনুভূতি নিয়ে। লিরিক লেখা শুরুটাও এভাবেই,আকাশ দেখতে দেখতে...সবুজ মাখতে মাখতে...বৃষ্টির সাথে বন্ধুতার নিবিড় আমন্ত্রণে!
নস্টালজিয়া অন্যদিন। আজ গল্প করবো শব্দচাষের। গত কিছুদিন,হয় না এ রকম,লিখতে ইচ্ছে করছিলো না...শান্ত হয়ে যেতে ইচ্ছে করছিলো অশান্ত চারপাশ দেখে।
গুটিশুটি মেরে চা খেতে খেতে বারান্দায় গল্পের বই হাতে ইচ্ছে করছিলো আকাশ উপুড় করা দুপুর রোদের আলোয় স্মৃতির তেপান্তরে ঘুরে বেড়াতে চুপচাপ।
এমনই এক দিনে হঠাৎ মনে হলো কিছু নতুন শব্দ মাথার ভিতর নিয়ে ঘুরলে কেমন হয়! চাইলেই কি আর হয় সবকিছু? সবসময়?হয় না...মাথার ভিতর নতুন শব্দ নেই,ইতিউতি খুঁজেও সেই সমর্পণ আকাশে,বাতাসে,বৃষ্টিতে।
হাতের কাছেই ছিলো ডিকশনারী। বাংলা একাডেমির ঢাউস সাইজের বাংলা অভিধান। আলগোছেই শুরু করে দিলাম।
তারপর চক্রবৃদ্ধি হারে আগ্রহ বাড়তে লাগলো আমার। এক একটা নতুন শব্দ খুঁজে পাই আর ভাবি,এই শব্দ মাথায় নিয়ে ঘুরবো কিছুদিন ,তারপর মনমতো দৃশ্যকল্প পেলেই লিখে ফেলবো আনকোরা লিরিক। শান্ত সময়ে একটা বেশ উত্তেজনা চলে এলো আমার দিন-রাত-ঘুমে। স্বরে অ থেকে শুরু করে ক হয়ে চ পেরিয়ে মাঝামাঝি আসতেই মনে হলো,নতুন শব্দ খুঁজে পাওয়ার আনন্দ সবার সাথে ভাগাভাগি করলে কেমন হয়। কারো না কারো তো কাজে লেগে যেতে পারে।
কোনো নতুন গীতিকবি,বা মুক্তগদ্যকার,কাজে লেগে গেলো হয়তো উঠতি কোনো রম্য লেখকের...উত্সাহ বেড়ে গেলো বহুগুণ। দুই স্বপ্তাহ-এর কিছু বেশি সময় নিয়ে শেষ করে ফেলি শব্দ খোঁজের চাষবাস। তারপর সব এক করে গুছিয়েও ফেলি এই অগোছালো আমি। নিজেকে ভাগ্যবান মনে হয় আমার।
দুঃখ ভাগাভাগি করি নিজের সাথে আরশীতে,আনন্দ ভাগাভাগি করার আনন্দ অনুভূতি এখনও কি দারুণ প্রসন্নতা এনে দেয় আমার মনে...
বাংলা শব্দভান্ডারে দারুণ সব শব্দ আছে।
এমন কিছু শব্দ আছে,শব্দ খোঁজা অভিযানে না নামলে জানাই হতো না যে, শব্দটা বাংলা ডিকশনারীতেই আছে। যেমন-গুলফাম। আছে কিছু মজার শব্দ। যেমন বাতকর্ম। (স্যাটায়ার লেখক খুঁজে নেবেন নিজ দায়িত্বে :-))।
যেমন- শীশমহল(কাঁচ নির্মিত বাড়ি)। এ রকম আরও অজস্র শব্দ। একটা শব্দও কারো মাথায় ঢুকে গেলে আনন্দ পাবো। হাসিমুখ হবে আমার।
বন্ধুদের জন্য ভালোবাসা অফুরান।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ভালো হোক সবার। ভালো থাকুক প্রিয় বাংলা ভাষার প্রিয় দেশ ...আমার বাংলাদেশ,আমাদের বাংলাদেশ।
তাহলে বন্ধুরা,আমি আসি আজ। নতুন শব্দে ভালো সময় কাটুক সবার।
চিয়াও...
অকল্মষ- নিষ্পাপ
অকৈতব- অকপট,সরল,অকৃত্রিম
অঘোষ- ফিসফিসে,অনিনাদিত
অঙ্কুশ- মাহুত যে লৌহদন্ড দিয়ে হাতিকে পরিচালনা করে
অঙ্গনা- নারী,রমনী
অটবি- বন,অরণ্য,বৃক্ষ
অত্রস্ত- ভয়শূন্য
অদয়- নির্দয় ,নিষ্ঠুর
অদিতি- স্ত্রী,পৃথিবী
অদিব্য-পার্থিব,অসুন্দর,কুৎসিত
অধৃষ্য- অজেয়,পরাজিত করা যায় না এমন
অনচ্ছ- অস্বচ্ছ,অনির্মল
অনতি- অল্প;অনতিকাল-অল্পকাল
অননুভবনীয়- অনুভুতির অতীত
অননুমেয়- অনুমান করা যায় না এমন
অনন্তর- তারপর,অতঃপর
অনম্বর- বস্ত্রহীন,নগ্ন,আকাশ
অনাদৃত,অনাদৃতা- অনাদর
অনিবার- বারবার
অনিবিড়- হালকা
অনিরুদ্ধ- অনির্ধারিত,অবাধ,উন্মুক্ত
অনির্বান- নির্বান বা মুক্তি রহিত
অনুদিন- প্রতিদিন,প্রত্যহ,রোজ রোজ
অনুপল- সময়েরর ক্ষুদ্রাংশ
অনুবিদ্ধ- যুক্ত,গ্রত্থিত,খচিত
অনুভূবিন্দু- চাঁদের কক্ষপথের যে বিন্দু পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে
অনুসূর্য- চন্দ্র,প্রদীপ
অনৃত- অসত্য;মিথ্যা
অজাচার- কপটতা,ছলনা
অঞ্জন- সুরমা,কাজল
অটবি-বন,অরণ্য
অনিকেত- গৃহহীণ,ঊণ্মূল
অনিত্য-ক্ষনস্থায়ী
অনুদিন- প্রত্যহ,রোজ রোজ
অনুধ্যান- নিরন্তর চিন্তা
অন্তিক- চরম
অপ্রতিম- নিরুপম,অতুলনীয়
অবনি/ অবনী- পৃথিবী,ভূমি,দেশ
অবাঙমুখ- অধোবদন,নতমুখ,অবাক
অম্বর- আকাশ
অয়ন-পথ
অর্ণব- সমুদ্র
অলোক- অসাধারণ
অসৃক- রক্ত,শোণিত
অস্থাবর- গমনশীল
অহনা- দিনের আরম্ভ,উজ্জ্বল
আঁসু- অশ্রু,আঁখিজল
আঙ্গার- কয়লা,পোড়া কাঠ
আচরিত- অদ্ভুত,সৃষ্টিছাড়া
আজবোজ- বোকা,অবোধ
আজাড়- শূন্য,খালি,উজার
আজার- দুঃখ,কষ্ট
আজুরা- মজুরি
আঞ্জুমান- সভা
আড়ং- হাঁট,গঞ্জ
আতপ- রৌদ্র,সূর্যকিরণ
আতপক্লান্ত- রৌদ্রের উত্তাপে পরিশ্রান্ত
আতশ- আগুন
আদিত্য- সূর্য
আনাজ- শস্য,ফসল
আফত- বিপদ,সঙ্কট
আফতাব- সূর্য
আফলাতুন- বুদ্ধিমান,জ্ঞানী
আফশাঁ- সুক্ষ রুপালী বা সোনালী চুর্ণবিশেষ যা স্ত্রীলোকেরা সজ্জাস্বরুপ মুখে ও মাথায় ব্যবহার করে
আবর-মেঘ, হালকা বৃষ্টি
আবাঁধা- অবিন্যস্ত,উন্মুক্ত
আবাবিল- বাবুই জাতীয় পাখিবিশেষ
আবিদ- উপাসনাকারী,এবাদতকারী
আবে হায়াত- জীবন বারি,অমৃতবারি
আভোগ- সঙ্গীতের চতূর্থ চরণ;সঙ্গীতের শেষ অংশ
আজল- অতীত
আরণ্য- বন্য
আরশি- আয়না,মুকুর,দর্পন
আর্ক- নবোদিত সূর্য
আলবেদা- বিদায়
আশ- আশা,আকাঙ্ক্ষা
আশনা- প্রেমিক
আশাবরী- রাগিনী বিশেষ
আসমুদ্র হিমাচল- সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত বিস্তৃত
আহরিত- ঈষৎ সবুজ
আহাদিল- ব্যথিত,আহতজন
ইথার- মহাশূন্যে পরিব্যাপ্ত অতি সুক্ষ কাল্পনিক বায়বীয় পদার্থবিশেষ
ইনস্যানিটি- ক্ষ্যাপামী,পাগলামি
ইরাবতী-ব্রক্ষদেশের নদী বিশেষ
উচল- উঁচু
উজালা- উজ্জ্বল,দীপ্তমান
উত্তকীর্ণ- খোদাইকৃত
উদীচী- উত্তর দিক
উদ্ভাস- প্রকাশ
উপগিরি- কৃত্রিম পাহাড়,নকল পাহাড়
উপচ্ছায়া- অশুভ ছায়া
উপবন- উদ্যান,বাগান
উয়ারি,উয়ারী- বৈঠকখানা
উর্মি- তরঙ্গ,ঢেউ
ইকরাম- শ্রদ্ধা,ভক্তি
ইরাদা- অভিপ্রায়,ইচ্ছা
ওজস্বী-তেজোদীপ্ত
ওলাকণাদ- পন্ডিত
কথনিকা- বিবরন,লেখা
কনক- প্রভাময়,দ্যুতিমান
কনকলতা- আলোকলতা
কন্ধর- কাঁধ
কপালিয়া- ভাগ্যবান
কপিঞ্জল- তিতির পাখি,চাতক পাখি
কবরী- খোঁপা
কবিতিকা- ক্ষুদ্র কবিতা
কমলিনী- স্ত্রী,পদ্ম
কলানিধি- চন্দ্র
কহর- বিপদ,অভিশাপ
কাইকুতু-কাতুকুতু
কাজরী- বর্ষাকালে গায় এক প্রকার গান
কাদম্বিনী- মেঘমালা
কাদলী- এক জাতীয় হরিণ
কাদাহ- বড় ধরণের মাটির পাত্র
কাদির-শক্তিমান,সক্ষম
কান্তার- নিবিড় বন,গহীন জঙ্গল
কান্তি-লাবণ্য,সৌন্দর্য
কাবিল- উপযুক্ত,যোগ্য
জলটুঙ্গি- পুকুরের মধ্য বা উচ্চস্থানে নির্মিত ধনীদের গ্রীষ্মাবাসের জন্য বিলাসগৃহ
কারিকা- শ্লোকপূর্ণ ব্যাখ্যা পুস্তক
কারিব- নিকটবর্তী
কারু- শিল্পী,শিল্পকার
কারুণিক- দয়ালু,করুণাময়
কালকূট- তীব্র বিষ,গরল
কালোয়াত- ধ্রুপদ খেয়ালে পারদর্শী শিল্পী
কাহাত- আকাল,দুর্ভিক্ষ
কাহার- বেহারা
কিংশুক- পলাশ ফুল বা এর গাছ
কিশলয়- গাছের নতুন পাতা
কিস্তি- নৌকা বা জাহাজ
কুক্কুট- মোরগ
কুনাল- হিমালয়জাত পক্ষীবিশেষ
কুয়াশিয়া-কুয়াশাচ্ছন্ন
কোজাগর আশ্বিন মাসের পূর্ণিমা
কোশাদা- প্রশস্ত,বিস্তৃত
কোশেশ-প্রয়াস
কৌমুদী- জোছনা
কৌশিক- রেশমি
ক্রন্দসী- পৃথিবী ও আকাশ;স্বর্গ ও মর্ত্য
ক্রান্তদর্শী- সর্বদর্শী,সর্বজ্ঞ
খওফ- ভয়,ভীতি
খগাবগা- বিশৃঙ্খল,বিশ্রী
খঞ্জন- একজাতীয় ক্ষুদ্র পাখি
খাড়ব- যে সমস্ত রাগরাগিনীতে ছয়টি সুরের ব্যবহার হয়; ছয়টি সুর ব্যবহার করে গাইবার রুপ
খুনআলুদা- রক্তাক্ত
খোলামকুচি- সাধারণ বা তুচ্ছ মূল্যহীন জিনিষ
গওর- গভীর চিন্তা,ধ্যান
গুনজায়িশ- স্থান-সংকুলান
গদাই- আদরে বা অতি পরিচয়ে
গর্দিশ- বিপর্যয়
গাজন- শিব সম্পর্কিত গান
গান্ধার- স্বরগ্রামের তৃতীয় স্বর
গাফেল- অন্যমনস্ক
গাবানো- গর্ব সহকারে ঘোষণা করা;কর্মশূন্যভাবে ঘুড়ে বেড়ানো
গারত- বিনষ্ট,নিপাত,বিধ্বস্ত
গুগলি- ছোটো শামুক
গুজারেশ- নিবেদন,বক্তব্য
গুজার- যাপন,অতিবাহন
গুজরান- যাপন,অতিবাহন
গুদারা- খেয়াঘাট
গুমরাহ- বিপথগামী,পথভ্রষ্ট
গুমোর- অহঙ্কার,দেমাক
গুলশান- পুষ্পোদ্যান
গুলরুখ- যার গন্ডদেশ গোলাপের ন্যায় রঙিন
গুলফাম- রঙিন বা গোলাপী
অনঙ্গ- কামভাব
গন্ধর্ব- স্বর্গের গায়কগোষ্ঠী
গাগরী-কলস
চইড়- নৌকার লগি
চমন,চমনবাগ- বাগান
চিলেঘুড়ি- চিলের আকৃতিবিশিষ্ট ঘুড়ি
চীবর- বৌদ্ধ ভিক্ষুদের পরিধানযোগ্য বস্ত্রখন্ড
চুনরি,চুনুরি- রাঙা,রঙিন
চুমকুড়ি- ওষ্টদয় সঙ্কুচিত করে চুম্বনের ন্যায় ধ্বনি
চৌপট- সমান,সমতল,অবন্ধুর
জনান্তিক- লোকের নিকট
জয়তুন- জলপাই
জাযাকাল্লাহ- তোমার কাজের জন্য আল্লাহ তোমাকে পুরষ্কৃত করুন
জামরুপ- উজ্জ্বল সবুজ রঙের মূল্যবান পাথরবিশেষ
ঝিয়ারি,ঝিয়ারী- কন্যা,দুহিতা
টাঙন- পাহাড়ি ঘোড়া
টুপভুজঙ্গ- নেশায় চুর
টুয়ান- উস্কিয়ে দেয়া
টোটেম- আদিম বা উপজাতিদের গোত্রস্মারক
ঠমক- গর্ব,গর্বিত ভাবভঙ্গি
ডম্বরী- সমারোহ,মেঘডম্বরী রঙের তাবু
ডলক- তুমুল বৃষ্টি
ডাকসংক্রান্তি- আশ্বিন মাসের সংক্রান্তি বা শেষদিন
ডাহুক- এক প্রকার জলচর পাখি
ডিঙা- পায়ের আঙ্গুলের উপর ভর করে মাথা উচু করে থাকা
ডুমকি- বাদ্যযন্ত্রবিশেষ
ডুলিকা- খঞ্জনপাখির মতো আকারবিশিষ্ট পাখি
ঢুলকি- ছোট ঢোল
তাগবাগ- কলাকৌশল
তাজ-তিরষ্কার করা,ভয় দেখানো
তাঞ্জাম- পালকি
তান- সুর,সুরেলা ধ্বনি,সুরের আলাপ
তানাজা- ঝগড়া,বিবাদ
তাবুত-শবাধার,কফিন
তাবেঈন- অনুসারীগণ
তামদারি- আপ্যায়ন;অভ্যর্থনা
তামস-ঘন অন্ধকারাচ্ছন্ন
তামসী- অন্ধকারাচ্ছন্ন রাত
তামাচা-থাপপড়
তামান্না- আশা,অভিলাষ
তালেবর- সৌভাগ্যবান,প্রতিপত্তিশালী
তাসাওফ- সুফিদের সাধনা
তাহসীব/ তাহজিব- শিষ্টাচার,ভদ্রতা
তিথি- পূর্নিমা থেকে অমাবস্যা বা অমাবস্যা থেকে পূর্নিমা পর্যন্ত কালের ভাগ
তিমির-অন্ধকার
তিয়াস-পিপাসা
তুতুরী- সাপুড়ে ও বাজিকরদের বাঁশি
তুম-তানা-নানা- সঙ্গীতে প্রারম্ভিক সুরবিস্তার;অপেক্ষাকৃত অসার্থক প্রারম্ভিক আয়োজন
তুরঙ্গ- ঘোড়া;তুরঙ্গী-ঘোড়সওয়ার
তুহিন- বরফ;তুষার;হিম
তেজাব- এসিড
তৌফিক- ক্ষমতা,শক্তি,সামর্থ্য
ত্র্যহস্পর্শ- এক দিনে তিন তিথির যোগ;অশুভ যোগ
ত্বরা- দ্রুততা,শীঘ্রতা
তিশা- প্রভা,দীপ্তি,তেজ
থৈ,থই- জলের নিম্মস্থ স্থলভাগ
থর- স্তর;থরে বিথরে-নানা স্তরে
দধীচি- বিশ্বের কল্যাণে দেহদানকারী মহাপুরুষ
দরশনহরা- দৃষ্টি বিভ্রমকারী
দরমিয়ান- মধ্যে,ভিতরে
দরিয়া- সাগর,সমুদ্র
দানিশবন্দ- জ্ঞানী,পন্ডিত,বিজ্ঞ
দহলিজ-বৈঠকখানা
দিগঞ্চল- চারিদিক
দিদার- দর্শন
দিল্লাগি- হাসি তামাশা
দীপিকা- প্রদীপ,জোছনা
দুলারি- আদরিনী বা সোহাগিনী কন্যা
ধনুখা-তুলা ধুনবার ধনুকাকৃতির হাতিয়ার
ধুনুরি/ ধুনারি- তুলা ধোনা বৃত্তি যার
ধবাক্ষ-কাক*
ফজিহত- কলঙ্ক,বদনাম
ফানা- লয়,ধ্বংস,আত্মহারা,তন্ময়
ফিনিক- দীপ্তি,ঔজ্জ্বল্য,উজ্জ্বলতা,প্রভা
ফিরোজা- নীলাভ
ফিলহাল- বর্তমান অবস্থা
ফিসাবিলিল্লাহ- আল্লাহর রাস্তায়
ফেরেব,ফরেব- প্রবঞ্চনা,শঠতা
বাউরা- পাগল,ক্ষ্যাপা,উদাসিন
বাউরি,বাউরী- মাতাল,দুরন্ত(বাতাস অর্থে)
বাও- বাতাস
বাগে এরাম- শাদ্দাদ নির্মিত নকল বেহেশত
বাগেশ্রী- গানের একটি বিশেষ সুর
বাথান- গোচারণ-মাঠ
বারীশ- সমুদ্র
বিপিন- অরণ্য,বন,বিটপী
বুলন্দ- উচ্চ;বুলন্দনসীব- সৌভাগ্য
বেওফা- অকৃতজ্ঞ,নিমকহারাম
বেতাব- অশান্ত,চিন্তান্বিত,ব্যাকুল
ভেবড়ানো- ভয়,বিস্ময় প্রভৃতিতে বিহ্বল বা হতবাক হওয়া বা করা
মকশো- অভ্যাস,অনুশীলণ
মদালস- মদ্যপানের ফলে বিহ্বল,আবেশে বিবশ
মনস্বী- উদারচেতা,ধীরচেতা
মন্দার- স্বর্গের উদ্যানস্থ বৃক্ষ,স্বর্গের পুষ্পবিশেষ
মন্দ্র- গম্ভীর শব্দ,বাদ্যযন্ত্র,মৃদঙ্গ
ময়ূখ- আলো,কিরণ
মর্সিয়া- মৃত্যু উপলক্ষে রচিত শোকসূচক গান,মহররমের শোকগান
মর্জিয়া- ডুবুরি
মশহুর- বিখ্যাত,খ্যাতিমান
মল্লার- সঙ্গীতের একটি রাগ
মহক- সুগন্ধ
মহর্ষি- বড় ঋষি
মহাশঙ্খ- মৃতের মাথার খুলি
মাভৈ- ভয় করো না,ভীত হওয়ার কারণ নেই
মাশুক- প্রেমিক
মেদুর- কোমল,সুস্নিগ্ধ
যোজনগন্ধা- যে গন্ধ যোজন ব্যাপিয়া বিস্তৃত
রওজা- সমাধি
রওনক- গৌরব,সৌন্দর্য
রসুমাত- বিয়ের পর বরকনের প্রথম সাক্ষাৎ-এ আদি যে সব আচার পালন করা হয়
রেবতী- সাতাশটি নক্ষত্রের একটির নাম
লফজ- শব্দ,কথা
লবেজান- হয়রান,পেরেশান
লহর- ঢেউ,তরঙ্গ,ধারা
লহরি/ লহরী- তরঙ্গ,ঢেউ,উর্মি
ল্যাভেন্ডার- ফুলের তেলে তৈরি সুগন্ধি বিশেষ
শমন- যম,প্রশমন
শরদিন্দু- শরৎকালের চাঁদ যা অতিশয় সুন্দর ও উজ্জ্বল
শর্বরী- রাত্রি,রজনী
শামা- প্রদীপ,বাতি
শার্দূল- বাঘ
শাহানা- সঙ্গীতের রাগিনীবিশেষ
শিঞ্জন- নুপুর ইত্যাদির ধ্বনি
শীশমহল- কাঁচনির্মিত বাড়ি
সওগাত- উপঢৌকন
সাকিন- নিবাস,ঠিকানা
শওকত- ক্ষমতা,শক্তি
শবনম- শিশির
সংদিল,সংদিল-কঠিন হৃদয়,নিষ্ঠুর
সংবর্ত-অধিক বর্ষণকারী মেঘ,প্রলয়বর্ষণ
সংবেগ- উদ্বেগ,ত্রস্তভাব
সংযাত্রা- শোভাযাত্রা,সমুদ্র যাত্রা
সন্দীপন- উদ্দীপন
সরসিজ- পদ্ম
সাইমুম- মরুভূমির ভয়াবহ ঝড়
সাঁচি- আসল,অকৃত্রিম,প্রকৃত,সত্য
সাচি- বাকা,তির্যক
সায়র- সাগর,সমুদ্র
সারথি- রথচালক
সিদরাতুল-মুনতাহা- মেরাজের রাতে হযরত মুহাম্মাদ (সঃ) এর জিবরাঈলের সঙ্গে যাত্রার শেষ সীমা
সিরাতুল মুস্তাকিম- সরল ও সহজ পথ
সুজান- সজ্জন,সৎলোক
সুপ্রজাবতী- অনেক সুসন্তান প্রসবিনী
সুযোধন- যুথিষ্ঠিরের দেয়া দূর্যোধনের আদরের নাম
সুররিয়ালিজম- বিংশ শতাব্দীর একটি মতবাদ,যাতে শিল্প-সাহিত্যে অবচেতন মনের অবস্থা প্রতিফলিত হয়
সুলতানাত- বাদশাহি,রাজত্ব
স্বাতি,স্বাতী- পঞ্চদশ নক্ষত্র
হাকিক- এক প্রকার মূল্যবান প্রস্তর
হাবুজখানা- কারাগার
হুরমাত- সম্মান,ইজ্জত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।