আমাদের কথা খুঁজে নিন

   

হৈ হৈ রৈ রৈ আবাহনী গেল কই...হারিলোরে হারিলো আবাহনী হারিলো...

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর আহা দেশীয় ফুটবলের সেই সোনালি দিন আবার কি ফিরবে। আবাহনী মোহামেডান সমর্থকদের সেই রন হুংকার কি আবার ফিরবে? সাদাকালো আর আকাশি পতাকায় কি আবারো দেশের অলিগলি বাড়ির ছাদ ভরবে? বার্সা-রিয়াল ম্যান ইউ চেলসি'র দখল করে নেয়া উদ্দীপনা কি ফিরবে আবার আবাহনী মোহামেডানে? বছর ১৫ আগের কথা যখন মোহামেডান আবাহনী খেলা হলে দেশ দুভাগে বিভক্ত হয়ে যেত। উদ্দীপনা আর আবাহনী-মোহামেডান সমর্থকদের উত্তেজনাও ছড়িয়ে পড়তো। অথচ আজকে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের ও আবাহনীর খেলার কথায় হয়ত অনেকেই জানেন না। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে ২-০ গোলে হেরেছে আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে দুটি গোল করে মোহামেডান। গোল করেন সোহেল রানা ও ওয়াহেদ। আসুন আবারো প্রান ফিরে আনি দেশীয় ফুটবলের। আবাহনী মোহামেডান সমর্থকদের সেই হারানো উত্তেজনাও আনি ফিরিয়ে। হৈ হৈ রৈ রৈ আবাহনী গেল কই.... ছবি- বাংলানিউজ২৪  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।