আমাদের কথা খুঁজে নিন

   

বকা আর বকি-সুমাইয়া বরকতউল্লাহ্

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন বকা বলে বকিরে, মারবো তোমায় ল্যাঙ বকী বলে বকা দিলে, ভাংবো তোমার ঠ্যাঙ এই নিয়ে বকাবকি, করে হাতাহাতি রাজ্যজুড়ে বকা নিয়ে, মস্ত মাতামাতি ক্ষেপে গেল আমজনতা, বকাবকির পরে বেন্দা হাতে দেয় পাহারা, সবার ঘরে ঘরে বকাবকি এক হয়ে যেই, করল শুরু গালি আমজনতা মুচকি হেসে, দিচ্ছে বেদম তালি গালির সাথে তালি মিলে, তেলগোবরে দশা বকা বলে ওরে বকি, যায় না তো আর বসা আয়তো দেখি আমরা মিলে বকা করি শুরু দেখ চেয়ে দেখ রাজমহলে, আছে কতো গুরু!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।