পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! ১) বাকশাল দেও ... তবুও আমি কথা বলবো গনতন্ত্র হরণ করো ... তবুও আমি ভাববো অনেক ঘৃণা করো আমায় ... তবুও আমি ভালোবাসবো !! না পাওয়ার হতাশায় হয়তো দুই-চার লাইন কিছু তর-তাজা লাইন বের হবে , আর নিরবে সবই সয়ে যাবো !!! কিছু অপরাধ বোধ জম্ম নিবে ... তোমার সাথে কথা বলবার সময় তবুও বেহায়ার মতো নিজের থেকেই এগিয়ে এসে হাত বাড়াবো !! ইচ্ছে করলেইতো ভাবনার রুদ্ধো আকাশে তালা ঝুলানো যায় না ইচ্ছে করলেইতো আর নিজের সাথে নিজে যুদ্ধো করা হয়ে উঠে না !! ইচ্ছে করলেইতো ভালো লাগা প্রত্যাশিত মুহুর্ত গুলোকে হত্যা করা যায় না , আমি তো খুনি হতে চাই না !!! ইচ্ছে করলেইতো আর ভুলা হয়ে যায় না নিজের মনের অন্তরেনে বুনে স্বপ্নময় কে !!! একতরফা ভাবেই হোক ... কোন সময় না কোন সময় স্মৃতি-Romonthon সেই আনন্দ ভেবে আনন্দ পাবো এই ছোট কিসের বলো !!! ২) ঘৃণা চাই না আর আকাশ দেখতে ... তুমি & তোমরা যখন সীমাবদ্ধো করছো আকাশটাকে তখন আমার অধিকার আর কি থাকে বলো !!! চাই না আমি আর স্বপ্ন দেখতে্ ...... তুমি & তোমরা যখন ভাগাভাগি করে খাচ্ছো তখন সাধারন অতি তুচ্ছ মানুষের স্বপ্নে কি আসে যায় !!! যেভাবে পারো সেইভাবে ভালো থাকো বাংলাদেশ !! ৩)ডুব !! বেশ তো গভীরে তলিয়ে গেছি !! হাতরে পাচ্ছি না কূল !! উফফ একি আমার একার ভুল !!! ৪) মন কি তোমার হাওয়ার জলে পালকের মত ভাসে বরফ গলা বাষ্প হয়ে আবার সে কাদেঁ চোকে নিচে কাজল রঙ্গে কি সেই জলে ভিজে !! আদুরে গলায় আবদার নিয়ে সেই চেনা পথেই ছুটে ?? ||| বিকার গ্রস্থ এক প্রেমিক উদ্ভট চিন্তা ভাবনা ||| কমেন্ট করেন ছুডু মানুষের কবিতা কেমন হইছে !! অখাদ্য হইলে অখাদ্য কইবেন !! সমালচনা চাই !! সমালচনা মানুষ কে শুধরাতে সাহায্য করে !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।