পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দিল্লি ডেয়ারডেভিলস এবং দ্বিতীয় স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স আজ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে বিতর্কের মুখে পড়া আইপিএল-৫-এর প্রথম প্লে অফ ম্যাচে। এ ম্যাচে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। পরাজিত দলের জন্য ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা মুম্বাই ও চেন্নাইয়ের মধ্যকার বিজয়ী দলের সাথে প্লে-অফ ম্যাচে খেলার সুযোগ থাকছে তাদের।
চলতি আসরে মাঠের বাইরে অনেক অবাঞ্ছিত ঘটনা ঘটে গেছে।
তবে ক্রিকেটীয় ক্লাইমেক্স বজায় রেখে আইপিএল-এর সেরা দলগুলোই প্রথম চারটি স্থান দখল করেছে।
আজ মুখোমুখি হতে যাওয়া দিল্লি ডেয়ারডেভিলস এবং কলকাতা নাইট রাইডার্স যে শক্তির বিচারে কেউ কারো থেকে কম নয় এটা নতুন করে বলে দেয়ার প্রয়োজন পড়ে না। চলতি আসরে দুই দলের কারোর মধ্যেই ধারাবাহিকতার কোনো অভাব ছিল না।
দুটো দলেরই ব্যাটিং লাইনআপ শক্তিশালী। টি২০ ক্রিকেটকে মনে করা হয় বোলারদের পিটুনি খাওয়ার আসর হিসাবে।
এমন একটা আসরে আশাতীত ভালো করছেন দু’দলেরই বোলাররা। লিগ পর্যায়ে দুটো দল পরস্পরের মুখোমুখি হওয়ার সময়ে প্রথম ম্যাচে দিল্লি জয় পেলেও পটরেরটাতে ভাগ্যদেবী কলকাতার পক্ষে ছিলেন।
কাগজে-কলমে দুটো দলই ভারসাম্যপূর্ণ। যে কারণে সমশক্তির দুটো দলের মধ্যে একটা জমজমাট লড়াইয়ের আশা করা হচ্ছে। দিল্লির যেমন ব্যাটিং লাইনআপে বীরেন্দর শেবাগ এবং ডেভিড ওয়ার্নারের মত ব্যাটসম্যান রয়েছে, তেমনি কলকাতার রয়েছে ব্রেন্ডন ম্যাককালাম।
দিল্লির পক্ষে মাহেলা জয়াবর্ধনে দলের ধারাবাহিকতার প্রতীক হলে কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর তার শক্ত জবাব হিসাবে থাকছেন।
বাস্তবতা হচ্ছে, দুই দলের অলরাউন্ডাররাও কেউ কারো চেয়ে কম নন। দিল্লির পক্ষে ইরফান পাঠান নিজের পুরানো ফর্ম ফিরে পেয়েছেন। অন্যদিকে কলকাতার পক্ষে বাংলাদেশের সাকিব আল হাসান নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছেন।
দিল্লির পক্ষে দক্ষিণ আফ্রিকান পেসার মর্নে মরকেল রান দিচ্ছেন কৃপণের মতো।
প্রয়োজনের সময়ে উইকেটও পাচ্ছেন। মরকেলেরর নেতৃত্বে উমেশ যাদব এবং বরুন অরুনের সমন্বয়ে গড়া দিল্লির পেস ব্যাটারী যে কোনো দলকে বেকায়দায় ফেলতে পারে।
অস্ট্রেলিয়ান স্পিডস্টার ব্রেট লি’র নেতৃত্বে কলকাতার পেস বিভাগও দুর্দান্ত। তিন ম্যাচ বাইরে থাকার পর মাঠে ফিরছেন ব্রেট লি। এছাড়া কলকাতার স্পিন আক্রমনে রহস্যময় ক্যারিবিয়ান বোলার সুনীল নারাইন, ইকবাল আব্দুল্লাহ এবং সাকিব আল হাসানরা দিল্লির স্পিন বিভাগের চেয়ে যেকোনো বিচারে এগিয়ে।
সবচেয়ে বড় কথা হচ্ছে কলকাতার রহস্যময় স্পিনার সুনীল নারাইন একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।