আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! রাত্রের খানা খাইতে বসিয়াছি । আমি যেই পরিমান খাই খাবার সেই তূলনায় অধিক পরিমানে ছিল । আম্মা কে বলিলাম ভাত তুলিয়া লইতে । আম্মা কহিলেন "যাহা পার খাও বাকি টুকু হাঁসে খাইবে "। আমি বলিলাম "কি আমি যে খাবার খাইবো বাড়ির হাঁসেও সেই খাবার খাইবে ?? তাহলে হাঁস আর আমার মধ্যে তফাৎ রইল কোথায় ??" আমার বড় ভ্রাতাও ভাত খাইতে ছিলেন । বলিলেন "বাড়ির হাঁস তো প্রতি প্রভাতে এক খানা ডিম পাড়ে" । আমি আর কোন কথা কইলাম না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।