দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
কাঙ্ক্ষিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হল বিশ্বের অন্যতম প্রাচীন হীরা বিউ স্যানসি। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত নিলামে ৯৭ লাখ ডলারে (প্রায় ৮০ কোটি টাকা) বিক্রি হলা এই হীরাটি। জানা গেছে, ১৬১০ সালে ফ্রান্সের রানী মারি ডি মেডিসি তার রাজ্যাভিষেকের সময় এই ৩৫ ক্যারেটের হীরাটি মুকুটে পরিধান করেছিলেন। পরের দিকে এটি ইউরোপীয় রাজ্য প্রুশিয়ার রাজপরিবারের কাছে দেখা গেছে। এটিকে তারা তাদের প্রতিপত্তি প্রকাশের পরিচায়ক হিসেবে ব্যবহার করত।
সেই থেকেই এটি এতদিন পর্যন্ত প্রুশিয়ার প্রথম রাজার মুকুটের মধ্যখানে ছিল। সম্প্রতি রয়েল হাউস অব প্রুশিয়াই হীরাটি বিক্রির উদ্যোগ নেয়। নাশপাতি আকৃতির রোজ কাট এই হীরাটিকে যখন নিলামে তোলা হয়েছিল, তখন এর ঝলক দেখে অনেকেই বিস্ময়ে আত্মহারা হয়ে পড়েন। তবে ঠিক কে এই হীরাটি কিনেছেন তা এখনও জানা যায়নি। এ সম্পর্কে হীরাটির নিলামকারী প্রতিষ্ঠান সথবাইয়ের পরিচালক ডেভিড বেনেট বলেছেন, এ ধরনের হীরা বিক্রির জন্য বাজারে আসা খুব দুর্লভ।
কারণ এতে করে হীরাটি রাজপরিবারের হাতছাড়া হয়ে গেল। এএফপি।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।