হাতছানি দেয় দূরে কেউ আমারে দু চোখ যদি স্বপ্নের বালুচড়ে পা রাখতে পারে তবে তোমার মনটা কেন এবুকে নির্ভয়ে মাথা রাখতে না পারে স্বপ্নে বিভীশিক্ষায় যদি পুরতে পারে দেহ, মন স্বত্তা কিংবা ঐ দুচোখে জলরাশি তবে তুমি কেন; কাছে এসে জড়িয়ে ধরে বলতে পারো না; ভালবাসি সারা রাত্রি দুচোখে পাতা যদি মিলন মেলার খেলা করতে না পারে তবে তুমি কিভাবে ঐ দূরে আমায় ছেড়ে আছো বসে; এক রাশি অভিমাণ নিয়ে একটু কি আমায় বুঝতে পারো না তুমি নাকি বুঝতে চাও না তুমি সাদা ভাত আর কয়দিনই খেতে ভালো লাগে এখন কি বিরিয়ানী খেতে তোমার খুব ইচ্ছা জাগে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।