আমাদের কথা খুঁজে নিন

   

" শূণ্যস্থান পূরণ "

শূণ্যস্থান পূরণ টা কখনোই ভালো ছিলনা আমার ! খুব ছোট বেলায় যেমন শূন্য পেয়ে ভুলে ভরা খাতাটা মায়ের সামনে মেলে ধরতাম শত অভিযোগ নিয়ে ! পরম মমতায় মা বুঝিয়ে দিতেন শূন্যস্থান পূরণটা সঠিক শব্দ দিয়েই করতে হয় ! শুধরে নেই নিজেকে ! তবুও স্যারদের লাল কালিতে ভরেই থাকে খাতাটা ! আজো জীবনের খাতায় দাগ পড়ে যায় ! শূন্যস্থান পূরণ টা যে আজো ভুল হয় আমার! শত ইরেজারেও কি সেই দাগ মুছে যায় কভু ? এই ভুলে ভরা জীবনটা ফাঁকাই থেকে যাবে হয়তোবা ! শূন্যস্থান পূরণের সঠিক শব্দটা যে আজ ও খুঁজে পাইনা আমি !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।