নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । রাস্তায় গাড়ি নামা, রাস্তায় গাড়ি নামা, পুড়িয়ে করবো তামা রক্ত গঙ্গা বইয়ে দেব পথের উপর, চলে আয় সব পিকেটার চলে আয় সব পিকেটার ছুঁড়ে দে খুন পিয়াসী অগ্নি বোমা মানুষ ভরা বাসের ভেতর। মানবতা বাদ দে পাগল কে মানুষ কে সে ছাগল, কে পায় টাকা বোম মেরে আর আগুন জ্বেলে, হাহাহা পায় যে হাসি হাহাহা পায় যে হাসি আমি হব সর্বনাশী, বিষের বাঁশি মোটা টাকার গন্ধ পেলে। ওরে ও পাগলা পোলা খেলে যা খুনের খেলা, উপড়ে নে চোখ, ফাটিয়ে দে রে মাথার খুলি। মার কোপ রাক্ষুসী কোপ মার কোপ রাক্ষুসী কোপ জ্বালিয়ে চিতার আগুন ছাই করে ফেল, নির্বিচারে চালা গুলি। (কাজী নজরুল ইসলাম বেঁচে থাকলে এই কবিতাটির জন্য আমাকে হয়ত ক্ষমা করে দিতেন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।