আমাদের কথা খুঁজে নিন

   

অরে তেল পাইছি তেল

জানি কম বুঝি কম আওয়াজ দেই বেশি যাতে অন্য লোকে না বুঝে আমি জানি বুঝি কম। ওরে শোন শোন বন্ধুগণ শোন দিয়া মন বাংলাদেশের আজিব কথা করিব বর্নন গ্যাস পাইলাম কয়লা পাইলাম এবার পাইলাম তেল লক্ষ ডিব্বার কথা কইয়া করছো তুমি ফেল । হাজার নয় লক্ষ নয় ডিব্বা পাঁচ কোটি পশ্চিমারা হাত ফেলাইবো হাতে নিয়া ঘটি । এরার মইধ্যে কিছু দৌড়ায় হাতে লয়া চটি তেল বিক্রির ধান্দায় এরা করবো তোশামুদি । এসব শালাগো খতম করতে শক্ত করুম খুটি গইড়া তুলুম আমজনতার দূর্ভেদ্য ঘাঁটি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।