আমাদের কথা খুঁজে নিন

   

বের করুন কোন ইমেল এড্রেসের পিছনের ব্যাক্তিকে

যে মুখ নিয়ত পালায়......। । বের করেন কোন ইমেল এড্রেসের পিছনের লোক কে! যারা ইমেলে হুমকি টুমকি পান তাদের কাজে লাগবে। ১। প্রথমে সোজা হিশাব ইমেল এড্রেস কপি করে সার্চ ইঞ্জিন গুলোতে খোঁজ দ্য সার্চ চালান।

২। ফেসবুকে সার্চ দিন। ৩। ফেসবুকে প্রোফাইল পেলে প্রোফাইল পিকচার ডাউনলোড করে গুগল ইমেজ সার্চ দিন। ৪।

ইমেলের হেডার খুলে(জিমেলে রিপ্লাইয়ের পাশে শো অরিজিনাল, ইয়াহু তে ভিউ ফুল হেডার, আর আউটলোকে ভিউ মেসেজ সার্চ) Received: from খোঁজে(Cltr+F) বের করুন। এর পাশে পাবেন সেন্ডারের আইপি এড্রেস। এখন আইপি আড্রেস দিয়ে (Click This Link) লোকেশন খোঁজ করুন। ৫। ইমেল এড্রেসের ইউজার নেম(xample@এক্স এক্স.কম হলে xample টা ইউজার নেম) দিয়ে এখানে(http://knowem.com/) খোঁজ করুন।

৬। সবশেষে সোজা ইমেল এড্রেস দিয়ে এখানে(https://pipl.com/) এবং এখানে(http://www.spokeo.com/email-search) খোঁজ চালান। এবং পেয়ে যান কে ইমেলের পিছে এবং কই থিকা হুমকি দিচ্ছে। আরো অনেক গুরুত্বপূর্ন তথ্য পেয়ে যেতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।