আমার ব্লগে তোমাদেরকে স্বাগতম!!! ব্লগ পড়া নিষেধ.... থাপ্পরের মানেই হইল এক হাতে তালি বাজানো। এতে জ্বলন যেকারও হতে পারে। আর সেইটা নির্ভর করে পরিস্থিতির উপর এবং পরিস্থিতি যার প্রতিকূলে শুধুমাত্র সেই বলতে পারেন যে এর ফলে তার ব্যাথার মাত্রাটা কিরূপ। এইটা কোন যুক্তি না যে গাল যার কেবল সেই ব্যাথাটা পাবেন আর তালি যে বাজালেন তিনি অক্ষত। ব্যাথা যে কোন একজন অথবা দুজনই পেতে পারেন। একটির সম্ভাব্য কারণ: গালের মাংশ পেশী যদি হাত অপেক্ষা মজবুত হয় অথবা বংশ পরম্পরায় যদি কেই উন্নত কংকালের অধিকারী/ অধিকারিনি হন তাহলে। তাই এই আলোচনার প্রেক্ষিতে বলতে পারি যে এক হাতে তালি বাজানো শুধু সম্ভবই না এই তালি অশ্যই অতি তাৎপর্যপূর্ণ এবং উভমুখী প্রতিক্রিয়ার সংঘটক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।