বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে আজ "আই পি এল" এর পঞ্চম মরশুমে পুনে ওয়াড়িয়র্স ইন্ডিয়া তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী শেষ ম্যাচ খেলতে নামছে পুনের "সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে"। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ বলিউড বাদশা শাহরুখ খানের কোলকাতা নাইট রাইডার্স। বদলার এই ম্যাচে পুনের কিংম্ব নাইট রাইডার্সের হারানোর কিছুই নেই কারন পুনে ইতিমধ্যে 11টি ম্যাচে হেরে আই পি এল থেকে ছিটকে গেছে আর অন্যদিক কোলকাতা নাইট রাইডার্স 19 পয়েন্ট নিয়ে আই পি এলের শেষ 4এ পৌছে গেছে, তাই ম্যাচটি এখন শুধু নিয়ম রক্ষার ম্যাচে পরিনত হয়েছে। পুনে ওয়াড়িয়র্স সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভাল শুরু করলেও টানা 9টি ম্যাচ হেরে তাদের মন বল একদম তলানিতে গিয়ে ঠেকেছে। অন্যদিকে কোলকাতা নাইট রাইডার্স হেরে শুরু করলেও পরবর্তীকালে তারা টুর্নামেন্টে যথেষ্ট শক্তিশালি হয়ে ওঠে।
সৌরভ গাঙ্গুলী "আই পি এল" এর প্রথম তিন বছর কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও গত বছর নাইট রাইডার্স কর্তৃপক্ষ তাকে দল থেকে বাদ দেন এবং অন্য দলগুলিকেও বাধ্য করে তাঁকে দলে না নাওয়ার জন্য। কিন্ত বিশ্বক্রিকেটটে যিনি চমকে দিয়েছিলেন তার ক্যামব্যাক দিয়ে তিনি গতবছর পুনে ওয়াড়িয়র্স ইন্ডিয়ার হাত ধরে "আই পি এল" চলাকালিনই তাতে প্রত্যাবর্তন করেন। এই বছর সৌরভ গাঙ্গুলী ইতিমধ্যেই 14 টা ম্যাচ খেলেফেলেছেন আজকের ম্যাচটাই এই মরশুমে তাঁর ও তাঁর দলের শেষ ম্যাচ। নিয়ম রক্ষার ম্যাচ হলেও 2টি প্রধান কারনে ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়েউঠেছে, তার প্রথমটি হল, গত ম্যাচে নাইট রাইডার্সের ঘরের মাঠে পুনে মাত্র 7 রানে হেরে যায়, আজ নিজেদের ঘরের মাঠে তারা কোলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারবে কি ? আর দ্বিতীয় কারনটি হল, ইতি মধ্যই কানাঘুসো শোনা যাচ্ছে এটিই নাকি সৌরভ গাঙ্গুলীর শেষ আই পি এল এর ম্যাচ হতে চলছে । তাই এই দুটি কারনের জন্যই গোটা ভারত তাকিয়ে থাকবে "পুনে তথা দাদার শেষ ম্যাচের দিকে"।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।