আমাদের কথা খুঁজে নিন

   

অনু-প্রবন্ধ: আত্মকথন-১

সুখি মানুষ আমি শিখি জীবন থেকে, সময় আমার শিক্ষক... এটাই আমার জীবনের বাস্তবতা... এমন কী যা মানুষ বই পড়ে শিখে আমি সেটাও পারি না... আমি আমার মত করে আমার জীবনের সাথে জড়িত প্রতিটা মুহুর্ত থেকে শিখি... হেরে যেয়েও থেমে যাই নি... কেঁদেছি কিন্তু হাল ছাড়িনি... ঠিক যেমন নিজের জীবন থেকে হারিয়েছি অনেক কিছু আবার পেয়েছিও বটে অনেক কিছু... আজকে একটা প্রসংগ নিয়ে লিখবো আমার জীবনের দর্শনের আলোকে, খুব-ই সাদামাটা এবং সাধাসিধা।ধরে নিন, আমার মনে হয় কোন এক স্টেশনে বসে আছি একা একা দীর্ঘকাল ধরে... নির্দিষ্ট কিছু সময় পর পর একেকটি ট্রেইন সেই স্টেশনে এসে থামে আর আমার নিঃসংগতা কিছুক্ষনের জন্য হারিয়ে যায়... কিন্তু সময় হলেই যেন ট্রেন টি ছাড়তে এক মুহুর্তও দেরি করে না... কিছু অপরিচিত মুখের পরিচিতি আর স্মৃতির পট সৃষ্টি করে দিয়ে ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আবার শুন্যতা ঘিরে আসে চারিপাশ থেকে, ওদের সাথি হয় স্মৃতিগুলো, তারা শুন্যতার মাত্রা বাড়িয়ে আমাকে আরো গভীরে ভাবিয়ে তোলে... তবে যখন রাত হয়, তখন স্টেশনটি এক ভয়াবহ রূপ ধারন করে... সকাল হবার স্বপ্নে অস্থির হয়ে থাকি... নিঃসংগতা যেন রাতে আরো বজ্র কন্ঠে কথা বলে... রাতে খুব কম ট্রেন আসে স্টেশনটিতে... রাতের ট্রেনের যাত্রীগুলোও যেন অনেক ভয়াবহতা বহন করে... স্মৃতি জুড়ে লিখা হয় আরো কিছু দুঃস্বপ্ন...আসলে, জীবনটাকে জীবনের মত রাখা চাই, রেইল স্টেশনে পড়ে থাকতে চাই না, জীবনের মুল্য অনুভুতি তখনি আমাদের আনন্দ দেয় যখন আমরা জীবন থেকে জটিলতা দূর করতে পারি... রাতকে তো ভয় পাবার কিছু নেই, রাতের তারা গুলো তো আমাকে সংগ দিয়ে যাচ্ছে... আমি তো রাতে একা হয়ে যাই না... আমাকে শুধু গ্রহন করতে হবে তাদের সেই সংগতা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।