আমাদের কথা খুঁজে নিন

   

ডাক নাম সন্ধ্যা... ভাল নাম গোধূলি গঙ্গোপাধ্যায়

ভালবাসি ভূত ! ঝালমুড়ি ! নতুন বইয়ের পৃষ্ঠার ঘ্রাণ ! ডাক নাম সন্ধ্যা... ভাল নাম গোধূলি গঙ্গোপাধ্যায়... ঠিক প্রথম কবে কিভাবে ওর সাথে পরিচয় মনে নেই... অথচ খুব নিয়মিতই বিকেল শেষেই ওর সাথে দেখা হত .. তা আমি যেখানেই থাকি না কেন... প্রথম প্রথম খেলার মাঠে হটাত ঘোমটা দিয়ে নেমে আসতো... আমাকে হাত মুখ ধুইয়ে দিয়ে পড়ার টেবিলে বসিয়ে দিত... কখনো বারান্দার গ্রিলে আমার হাতে হাত ধরে রাখতো... এক সাথে টবে জল ছড়িয়ে দিতাম ... ও ঠিকই আমার সামনে এসে দাঁড়াত... কনজারভেটিভ ফেমেলীর.. রাত হবার আগ মুহূর্তেই কিছু না বলে চলে যেত ... একদিন ওকে নিয়ে একটা কবিতা লিখলাম... নাম দিলাম "সূর্যমুখী সন্ধ্যা"... সন্ধ্যার সাথে দেখা নাই অনেক দিন হলও আই মিন গোধূলি গঙ্গোপাধ্যায় এর সাথে.. কবিতার শব্দে 'সূর্যমুখী' শব্দটা নিয়ে ওর আপত্তি ছিল... কারণ সূর্যটা সকালের ছিল...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।