বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility ঘড়ির কাটাঁ টিক টিক করে বেড়ে চলেছে, না কোন পেন্ডুলাম নয় বরং দূরের ডিজিটাল বক্সটা । শব্দ না আসলেও চোখের কোনে পিট পিট করছে । মানুষ মৃত্যুর জন্য ছটফট করতে দেখলেও , ঘুমের জন্য কেউ কি ছটফট করে ? হ্যাঁ, আমি করি ।
অনিদ্রা সব মানুষেরই হয়, তবে আমার যেন বিভীষিকাময় । আমি ভুলতে চাই ।
কিন্তু কই পারি ?
ডান পাশের দেয়ালে জ্বল জ্বল করছে স্টিকার গুলি । ছাদের দিকে শূণ্য সাদা । মাথা ঘুড়ছেও না থামছেও না । ডান দিক, বা দিক কোন দিকেই আড়মোড়া স্বস্তির নিশ্বাস দিচ্ছে না !
মনে পড়ে লুসিফার, মনে পড়ে অনেক । চিন্তায় চিন্তায় বিভোর ।
প্রচন্ড তৃষ্ণা কাছে পাবার । কম্বলটা সরিয়ে দিলাম গা থেকে । বাহিরে -১ ডিগ্রী , শীত নামে কোন বস্তুর প্রমান ঘরে পাচ্ছি না । মোবাইলটা নির্জীব হয়ে আছে । একটি সময়, এই সময় ক্ষণে কথা হত ক্লান্তি শেষে শেষ রাতে , ঘুমাবার প্রাক্কালে ।
মন ভাল হয়ে যেত । মিষ্টি কোন কথা না থাকলেও সব কিছুতেই ভাল লাগত ।
বুঝার চেষ্টা করছি, এটা কি আকর্ষণ নাকি যৌনতা নাকি আকাংখা নাকি না পাবার তীব্র বেদনা !
হাজার চিন্তার বেড়াজালে তীব্র ঘৃনা পরিবেশনে মনে হল, এটা হল অমৃত শোনার মত । রাগ অভিমান ছাপিয়ে কথা শুনার অভিলাষ ।
খুব মনে পড়ছে লুসিফার, খুব মনে পড়ছে ।
আমি সহ্য করতে না পারলেও এই সময় খুব মনে পড়ছে, যেভাবে আগে পড়ত ।
হয়ত ভুল ছিল তবুও ভুল শুধরানো কি যায় না ? মানুষ কি সুযোগ পায় না ? মানুষ কি বদলাতে পারে না ?
আসলেই লুসিফার ,,,,,,,,,,,,,,,,,,,, তুমি একটা পতিত ...... দেবদূত । জিঘাংসা না বাড়ালে ভুলা কষ্ট । .....................
আমি মুক্তি চাই লুসিফার মুক্তি চাই । বাস্তবে অস্তিত্ব্য মিলিয়ে গেলেও মনের গভীরে এখনও পরশ পাই ।
অভিসম্পাত দিয়েও মনকে বুঝাতে পারি না , ইউ আর এ ড্যাম চিটার, ইউ সাচ এ্যা ...........র । তবুও আমি জানি এতেও আমার মনের দাগ কাটবে না ।
যার সাথেই থাক, ভাল থাক লুসিফার । তোমার মৃত্যুর বার্তা আমাকে সুখ না দিলেও খারাপ লাগার অনুভূতি দিবে ।
বাস্তব ঘটনার উপর ভিত্তি করে হালকা মাধুরী মিশিয়ে ।
আজ ভোরের টাটকা ঘটনা । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।