কাঠঠোকরার ঠোঁট- একই সাথে বাটালি ও হাতুড়ি দিয়ে খোদাই করার কাজ সারে পেলিক্যানের (pelican) ঠোঁট- মাছ ধরার ফাঁদ হিসেবে কাজ করে ঈগলের ঠোঁট যেন আকশি, সাঁড়াশি ও কাঁচি স্পুনবিলের (spoonbill) ঠোঁট শিকার হওয়া ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণীর উপস্থিতিও আঁচ করতে পারে আইবিসের (ibis) লম্বা ঠোঁট ফস করে কাদায় খোঁচা দেয় কলহংসের (flamingo) ঠোঁট 'পানি-ছাঁকনি' হিসেবে কাজ করে খাদ্যের ছোট টুকরাও ধরে ফেলে বকের ঠোঁট খপ করে মাছ ধরায় ওস্তাদ পুফিন (puffin) তার ঠোঁটের রং উজ্জ্বল করে সাথীকে নীড়ে ডাকে সারসের ঠোঁট (ভাল)বাসা বুননেও সাহায্য করে পেঙ্গুইনের ঠোঁট বাসা তৈরীর নুড়ি সংগ্রহ করতে জানে ঠোঁটে ঠোঁট মিলানোর অর্থ হলো আমরা একে অপরের ফল খেতে ওস্তাদ তোতাপাখির এই ঠোঁট ঠোঁটের ডগা উপরের দিকে বাঁকানো থাকে Avocet-এ মধুখেকো ঠোঁট !!! কিউই (kiwi) এর ঠোঁট এতো সহজ-সরল ??? কত ঠোঁট রে ...............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।