আমাদের কথা খুঁজে নিন

   

নি:লজ্য কালো বিড়ালটি আবার ট্রেনে উঠতে চায়।

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত প্রধানমন্ত্রী চাইলে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব আবারও নিতে আপত্তি নেই তাঁর। রেল মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কোনো 'দোষ' খুঁজে না পাওয়ায় রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিলেন দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এক মাস রাজনীতি থেকে স্বেচ্ছানির্বাসনে থাকা বহুল আলোচিত এ মন্ত্রী গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি নির্দোষ।

নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তে তা স্পষ্ট হয়েছে। বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডির জিগাতলার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তার দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বচ্ছতার কথা উল্লেখ করে বলেন, বেনিফিট অব ডাউট বলে একটা কথা রয়েছে। ৫৫ বছরের অর্জন ৫৫ সেকেন্ডেই শেষ হয়ে যেতে পারে না। অভিযোগ ওঠার পর পদত্যাগের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এমন ইতিহাস নেই।

গণতন্ত্রকে সুসংহত করতেই তিনি এমন সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। আগামীতে কারও বিরুদ্ধে অভিযোগ এলে তার পথেই অন্যরা পা বাড়াবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এপিএসের অর্থ কেলেঙ্কারির সমালোচনার মুখে ১৬ এপ্রিল রেল মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত। ওইদিন দুপুর ১টায় রেল ভবনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি পতাকাবিহীন গাড়িতে চড়ে বাসায় ফেরেন। এরপর থেকে তিনি অনেকটাই স্বেচ্ছায় গৃহবন্দি করে রাখেন নিজেকে।

রাষ্ট্রীয় ও দলীয় সব কর্মকাণ্ড এড়িয়ে চলেন তিনি। এমনকি গণমাধ্যম কর্মীদের কাছ থেকেও দূরে থাকেন। গত ৮ মে তিনি সমকালের সঙ্গে একান্ত এক আলাপে জানিয়েছিলেন, সময় হলেই আবারও তিনি রাজনীতিতে ফিরবেন। ৯ এপ্রিল রাতে তার ব্যক্তিগত সচিবসহ (এপিএস) রেলের দু'জন কর্মকর্তা ৭০ লাখ টাকা নিয়ে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের হাতে আটক হন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

১৫ এপ্রিল সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দিলেও ১৬ এপ্রিল তাকে দফতরবিহীন মন্ত্রী করা হয়। রোববার রেলের বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্ট পেশ করার পর গতকাল নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, 'পাবলিক পারসেপশন'কেই তিনি অধিক গুরুত্ব দিয়েছেন। সংবাদ সম্মেলন শেষ করেই সকাল ১১টার পর তিনি সুনামগঞ্জের নিজ নির্বাচনী এলাকার উদ্দেশে পতাকাবাহী গাড়িতে করে ঢাকা ত্যাগ করেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।