সত্য অপ্রিয় হলেও বলতে চাই জরীপের অআকখ কিছু না জেনেই কিছু আবাল জরীপ করে গ্যালপের জরীপকে ভূল প্রমাণ করার আপ্রান চেষ্টায় রত।
তারা এইটুকুও জানে না জরীপ একটি বিজ্ঞান ও রাজনৈতিক জরীপ অত্যান্ত জটিল একটি বিষয় যেখানে প্রকৃত তথ্য শুধুমাত্র অভিজ্ঞ পেশাদাররাই বের করে আনতে পারে। যে কোন আবেগজড়িত বিষয়ের জরীপ করা একটি জটিল কাজ।
যদি জরীপ করতে চান ব্লগাররা বউকে ভালবাসে কিনা তবে যদী প্রশ্ন করেন:
১. বউকে ভালবাসেন [ ]
২. বউকে ভালবাসেন না [ ]
আপনার উত্তরে টিক চিহ্ণ দিন
৯০ ভাগ ফলাফল আসবে বউকে ভালবাসি কারন যারা বউকে ভালবাসে না তারা জরীপে অংশগ্রহণ করবে না।
তারপরেও অনেকে টিক দিবে বউকে ভালবাসি কিন্তু আসলে তারা ভালবাসে না।
তাই প্রকৃত তথ্য বের করবার জন্য জরীপে কখনও সরাসরী প্রশ্ন করা হয় না, বিশেষ করে আবেগজড়িত বিষয়সমুহের ক্ষেত্রে।
বউকে ভালবাসেন কি না এই জরীপের জন্য প্রশ্ন করা হয় বৌ এর জন্মতারিখ জানা আছে কি না, বউয়ের সাথে কবে শেষ রোমান্টিক ডিনারে গেছেন, তার ফেবারিট রং কি এইসব পরোক্ষ প্রশ্ন।
তেমনি বিএনপি সমর্থন করেন এমন এক ব্যাবসায়ীকে যদি শেখ হাসিনার রাষ্ট্রপরিচালনা পছন্দ করেন কি না এ প্রশ্ন করা হয় সে তাৎক্ষনিক ভাবে বলবে "করি না"। কিন্তু গত তিন বছরে তার ব্যবসা পরিচালনা ও জীবন যাপনের উপরে রাষ্ট্রের নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন করলে তার প্রকৃত পছন্দ বের হয়ে আসবে।
তাই যারা ব্লগে/ফেসবুকে শিশুসূলভ জরীপ নিয়ে ফালাফালী করছেন তাদের প্রতি অনুরোধ জরীপ করতে চাইলে সেটা সম্পর্কে জেনে কিছু করুন, নতুবা অযথা সময় নষ্ট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।