আমাদের কথা খুঁজে নিন

   

এই গরমে হয়ে যাক চকো-ব্যানানা smoothie!

ক্লান্ত, বিষণ্ণ, উদ্ভ্রান্ত উফ গরম যা একখানা পরেছে! এই গরমে ঠান্ডা খাবার দাবার খাওয়া ভালো। সেরকম একটা জিনিস হলো চকো ব্যানানা স্মুদি (ইচ্ছে হলে মিল্কশেক ও বলতে পারেন)। সুস্বাদু এই বস্তু বানানো খুবই সোজা! তাহলে আসুন শিখে নিই। যা যা লাগবেঃ দুধঃ ৩৫০ মিলি সবরি বা সাগর কলাঃ বড় সাইজ এর দুটি চকোলেট সিরাপঃ ৫ চা চামচ ভ্যনিলা আইসক্রীমঃ ২৫০ গ্রাম আর পরিবেশনের জন্যে বরফ কুচি। সবগুলো উপকরণ ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করুন যতক্ষন পর্যন্ত ভালোভাবে মিশে না যায়।

২ মিনিটেই হয়ে যাবার কথা। যদি মিস্টি বেশি খেতে চান, কয়েক চামচ চিনি দিতে পারেন। যদিও চকোলেট সিরাপে চিনি থাকে তাই না দিলেও চলবে। একটা গ্লাসে বরফকুচি নিন। পরিবেশন করুন।

ব্যস হয়ে গেলো দুজনের উপযোগী চকো-ব্যানানা স্মুদি! এই রেসিপিতে চকোলেট সিরাপের বদলে স্ট্রবেরি সিরাপ দিলেই হয়ে যাবে স্ট্রবেরি-ব্যানানা স্মুদি! সুতরাং এটা একটা টু ইন ওয়ান রেসিপি! ইহা হয় একটি ডাচম্যান ফাঁকিবাজি রান্নাঘর পরিবেষনা!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।