আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষাগুরুর প্রতি স্বশ্রদ্ধা(!)আর মুক্তিযোদ্ধার প্রতি সর্বোচ্চ সম্মান(!!!)প্রদর্শন ।

Nothing More..... “বাবা ওরা প্রতিদিন ভাল খাবার খায়, নতুন জামা পরে স্কুলে আসে, ওর বাবাও তো স্কুলের শিক্ষক কিন্তু তুমি কেন আমাদের একটু দুধকলা কিংবা নতুন জামা কিনে দিতে পারো না?” এভাবে একজন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ছোট সন্তান বলছিল তার বাবাকে, কিন্তু ওতো আর জানে না তার সহপাঠির বাবা সরকারী স্কুলের শিক্ষক। যিনি বেশিটাকা রোজগার করতে পারেন (ইতোমধ্যে তাদের জন্য আবার রাজদরবার থেকে ঘোষনা এলো তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেনির কর্মকর্তা হিসেবে পদমরযাদা উন্নতীকরণের) আর তার বাবা মাসে একই পরিশ্রম করে বেতন পান ৩/৪ হাজার টাকা কিন্তু কি হয় এই সামান্য বেতনে? ২/৩ সন্তান সহ ৫/৭ জনের সংসারে নুন আনতে তো পান্তা ফুরানোর কথা…….. আজ যেখানে ডিমের হালি ৩৬ টাকা (!)সেখানে আমিষের/ পুষ্টির কথা কে আর দেখবে? কিভাবে মিটাবে তার সন্তানদের শিক্ষা খরচ কিংবা একটু ভাল পোষাকের চাহিদা ? তাই হাজারও শিক্ষকের মতো চাকুরি জাতীয়করণের দাবি নিয়ে এসে ছিল ঢাকাতে রাজ অধিকর্তাদের কাছে । রাজদরবারে(গণভবন)অভিমুখে তো যেতেই দিলেন না বরং থামালেন হিংস্র পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে গরম পানি আর অমানবিক ভাবে লাঠিপেটা করে। হায়রে পুলিশ(!)তোমার পদ উন্নতির জন্য এভাবে সবকিছু দমাতে আর সরকারের আজ্ঞাবাহী হতে শ্রদ্ধেয় শিক্ষকগণের উপর এই Action নিতে হবে ? তুমি কি ভুলে গেছো তোমার প্রথম পাঠটিও এরকম শিক্ষকদের হাতে নিয়েছিলে ??????? শেষ বয়সে এসে অমানবিক পুলিশী Action এ জামালপুরের একটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান(৬০)আজ প্রাণ দিতে হলো এই আওয়ামী বাকশালী সরকারে পুলিশ পেটুয়াবাহিনীর হাতে…… এই হলো আমাদের শিক্ষাগুরুর প্রতি স্বশ্রদ্ধা(!)আর মুক্তিযোদ্ধার প্রতি সর্বোচ্চ সম্মান(!!!)প্রদর্শন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।